কম্পিউটার প্রোগ্রামার

কম্পিউটার প্রোগ্রামিং

একজন কম্পিউটার প্রোগ্রামার (ডেভেলপার বা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার) তাকেই বলা হয় যিনি কম্পিউটার প্রোগ্রাম লেখেন।[] একজন প্রোগ্রামার এর প্রধান কম্পিউটার ভাষা (সি, সি++, সি #, জাভা, Lisp, পাইথন,জাভাস্ক্রিপ্ট ইত্যাদি) প্রায়ই উপরিউক্ত শিরোনামের অগ্রে যুক্ত হয়, এবং ওয়েব পরিবেশে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে ​​প্রায়ই ওয়েব শিরোনাম উপসর্গ হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Joel on Software Discussion Group (CLOSED) - Programmer vs. Developer vs. Software Engineer"web.archive.org। ২০১৮-০৭-১০। Archived from the original on ২০১৮-০৭-১০। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৩