কম্বোডিয়ায় ইউটিসি+৭ অনুসরণ করে।[১]
স্থানীয় মান সময় হল নমপেন সময় যা মূলত ইউটিসি + ৭: ১৯। কম্বোডিয়ায় ১৯২০ সালের পূর্ব পর্যন্ত এই স্থানীয় সময় ব্যবহৃত হয়েছিল। ১৯২০ সালের পর এটি ইন্দোচিনা সময়, ইউটিসি + ০৭: ০০ এ পরিবর্তিত করে। কম্বোডিয়া দিবালোকের সময় সাশ্রয় করে না বলে এই সময় সারা বছর ব্যবহার করা হয়।