করম্যাক ম্যাকার্থি | |
---|---|
![]() ১৯৭৩ সালে ম্যাকার্থি | |
জন্ম | চার্লস জোসেফ ম্যাকার্থি জুনিয়র ২০ জুলাই ১৯৩৩ প্রভিডেন্স, রোড আইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১৩ জুন ২০২৩ সান্তা ফে, নিউ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৯)
পেশা |
|
ভাষা | ইংরেজি |
জাতীয়তা | আমেরিকান |
ধরন |
|
দাম্পত্যসঙ্গী |
|
সন্তান | ২ |
স্বাক্ষর | ![]() |
করম্যাক্ ম্যাকার্থি (ইংরাজি - Cormac McCarthy; আসল নাম - চার্লস ম্যাকার্থি[১]; জন্ম: ২০শে জুলাই, ১৯৩৩) মার্কিন যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা ঔপন্যাসিক। তিনি মূলত ওয়েস্টার্ন প্রেক্ষাপটে উপন্যাস লিখে থাকেন। নব্বইয়ের দশকে লেখা "বর্ডার উপন্যাসত্রয়ী" তার সেরা সৃষ্টি। এই ত্রয়ীর উপন্যাসগুলো হল: অল দ্য প্রিটি হর্সেজ, দ্য ক্রসিং এবং সিটিস অফ দ্য প্লেইন। দ্য রোড উপন্যাসের জন্য তিনি ২০০৭ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।[২] এছাড়া তার "নো কান্ট্রি ফর ওল্ড ম্যান" উপন্যাস অবলম্বনে ২০০৭ সালে একই নামে একটি চলচ্চিত্র নির্মিত হয় যা সেরা চিত্রের জন্য একাডেমি পুরস্কার লাভ করে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |