ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ৯ জুন ২০০০ | ||
জন্ম স্থান | পেরতুই, আলজেরিয়া | ||
উচ্চতা | ১.৮২ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নাপোলি | ||
জার্সি নম্বর | ৩১ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:১১, ২৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
করিম জাদাদকাহ (আরবি: كريم زدادكة, ইংরেজি: Karim Zedadka; জন্ম: ৯ জুন ২০০০) হলেন একজন আলজেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব নাপোলির হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
করিম জাদাদকাহ ২০০০ সালের ৯ই জুন তারিখে আলজেরিয়ার পেরতুইয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।