![]() ২০১৮ ফিফা বিশ্বকাপে এল-আহমাদি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | করীম এল আহমাদি আরুসি[১] | ||
জন্ম | ২৭ জানুয়ারি ১৯৮৫ | ||
জন্ম স্থান | এন্সখেডে, নেদারল্যান্ডস | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ফেয়েনুর্ড | ||
জার্সি নম্বর | ৮ | ||
যুব পর্যায় | |||
ইউডিআই এন্সখেডে | |||
টোয়েন্টে | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৪–২০০৮ | টোয়েন্টে | ৮৯ | (৩) |
২০০৮–২০১২ | ফেয়েনুর্ড | ৯৪ | (৪) |
২০১১ | → আল আহলি (ধার) | ১০ | (১) |
২০১২–২০১৪ | অ্যাস্টন ভিলা | ৫১ | (৩) |
২০১৪– | ফেয়েনুর্ড | ১১৬ | (৯) |
জাতীয় দল‡ | |||
২০০৮– | মরক্কো | ৪৪ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২ অক্টোবর ২০১৫ তারিখ অনুযায়ী সঠিক। |
করীম এল আহমাদি আরুসি (আরবি: كريم الأحمدي; জন্ম: ২৭ জানুয়ারি ১৯৮৫) হলেন মরক্কোর একজন পেশাদার ফুটবলার, যিনি ওলন্দাজ ক্লাব ফেয়েনুর্ড এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি ফেয়েনুর্ডের হয়ে এরেডিভিসিতে খেলেন।
এল আহমাদি নেদারল্যান্ডসের জাতীয় যুব দলের হয়ে খেলেছেন, কিন্তু নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ২০০৫ ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে মরক্কো জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।
২০১৮ সালের ১৭শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের মরক্কো দলে স্থান পান।[২]
এল আহ্মাদি হচ্ছেন একজন মুসলমান।[৩]
ফেয়েনুর্ড
![]() ![]() |
মরক্কী ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |