কর্ণপর্ব

কর্ণের মৃত্যু

কর্ণপর্ব হল ভারতীয় মহাকাব্য মহাভারতের আঠারোটি পর্বের মধ্যে অষ্টমপর্ব। কর্ণপর্বের ঐতিহ্যগতভাবে ৯৬ টি অধ্যায় রয়েছে।[][] কর্ণপর্বের সমালোচনামূলক সংস্করণে ৬৯ টি অধ্যায় রয়েছে।[][]

কর্ণপর্ব কৌরব জোটের তৃতীয় সেনাপতি হিসেবে কর্ণের নিয়োগকে বর্ণনা করে। পর্বটি আবৃত্তি করে যে কীভাবে যুদ্ধ সবাইকে ক্লান্ত ও হতাশ করতে শুরু করে। এই পর্বটি বর্ণনা করে যে ১৮ দিন ব্যাপী কুরুক্ষেত্র যুদ্ধের ১৬তম ও ১৭তম দিনে নৃশংস যুদ্ধ কীভাবে ভয়ঙ্কর আচরণের দিকে নিয়ে যায়। এই পর্বে দুঃশাসন, বনসেন, বৃষসেন, সুশর্মা এবং অবশেষে কর্ণের মৃত্যু বর্ণনা করা হয়েছে। পর্বের শেষে, অর্জুনের সাথে প্রচণ্ড যুদ্ধে কর্ণ নিহত হন।[]

কর্ণপর্ব অশ্বত্থামার একটি পর্ব অন্তর্ভুক্ত করে, যা মানব জীবনের কর্মের উদ্দেশ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই পর্বের চূড়ান্ত ঘটনা হল কর্ণ ও অর্জুনের মধ্যে চূড়ান্ত সংঘর্ষ, যাতে কর্ণ নিহত হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ganguli, K.M. (1883-1896) "Karna Parva" in The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa (12 Volumes). Calcutta
  2. Dutt, M.N. (1901) The Mahabharata (Volume 8): Karna Parva. Calcutta: Elysium Press
  3. van Buitenen, J.A.B. (1973) The Mahabharata: Book 1: The Book of the Beginning. Chicago, IL: University of Chicago Press, p 477
  4. Debroy, B. (2010) The Mahabharata, Volume 1. Gurgaon: Penguin Books India, pp xxiii - xxvi
  5. Bibek Debroy (2013), The Mahabharata, Volume 7, Penguin, আইএসবিএন ৯৭৮-০-১৪৩-১০০১৯-৫, Section 73 - Karna Parva