কর্নেইল হেইম্যানস | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৮ জুলাই ১৯৬৮ | (বয়স ৭৬)
জাতীয়তা | বেলজিয়ান |
মাতৃশিক্ষায়তন | ঘেন্ট বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | রক্তচাপ পরিমাপ |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৩৮) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | শারীরতত্ত্ব |
প্রতিষ্ঠানসমূহ | ঘেন্ট বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য শিক্ষার্থী | পল জানসেন |
কর্নেইল জিন ফ্রাঁসোয়া হেইম্যানস (২৮ মার্চ ১৮৯২ - ১৮ জুলাই ১৯৬৮) হলেন একজন বেলজিয়ান শারীরতত্ত্ববিদ। কিভাবে রক্তচাপ এবং রক্তের অক্সিজেন উপাদান শরীর দ্বারা পরিমাপ করা হয় এবং মস্তিষ্কে প্রেরিত হয় তা দেখানোর জন্য হেইম্যান ১৯৩৮ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
হেইম্যানস ১৮৯২ সালের ২৮ মার্চ বেলজিয়ামের ফ্রান্ডার্সের ঘেন্টে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট বারবারার জেসুইট কলেজে এবং তারপর ঘেন্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন, যেখানে থেকে তিনি ১৯২০ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।[১]