বাংলা ব্যাকরণ |
---|
ইতিহাস |
ধ্বনিতত্ত্ব |
রূপতত্ত্ব/শব্দতত্ত্ব |
বাক্যতত্ত্ব |
যতিচিহ্ন |
অর্থতত্ত্ব |
ছন্দ ও অলংকার |
ব্যাকরণে, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলা হয়।[১] ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা কর্তৃকারককে নির্দেশ করে। একে "কর্তাকারক"ও বলা হয়[২]
উদাহরণ: খোকা বই পড়ে। (কে বই পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে ফুল তোলে? মেয়েরা - কর্তৃকারক)।
কর্তৃকারকের বহুবিধ প্রকারভেদ বিদ্যমান।
(ক) | প্রথমা বা শূন্য বা অ-বিভক্তি | হামিদ বই পড়ে। |
গগনে গরজে মেঘ। | ||
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। | ||
জল পড়ে, পাতা নড়ে। | ||
জেলে মাছ ধরে। | ||
শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয়। | ||
সাপুড়ে সাপ খেলায়। | ||
ছেলেরা ফুটবল খেলছে। | ||
মুষলধারে বৃষ্টি পড়ছে। | ||
শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। | ||
রাখাল গরুকে ঘাস খাওয়ায়। | ||
(খ) | দ্বিতীয়া বা কে বিভক্তি | বশিরকে যেতে হবে। |
শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। | ||
রাখাল গরুকে ঘাস খাওয়ায়। | ||
(গ) | তৃতীয়া বা দ্বারা বিভক্তি | ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। |
নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়। | ||
পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। | ||
(ঘ) | পঞ্চমী বিভক্তি | |
(ঙ) | ষষ্ঠী বা র বিভক্তি | আমার যাওয়া হয় নি। |
(চ) | সপ্তমী বা এ বিভক্তি | গাঁয়ে মানে না, আপনি মোড়ল। |
দশে মিলে করি কাজ। | ||
বাপে না জিজ্ঞাসে, মায়ে না সম্ভাষে। | ||
পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। | ||
বাঘে-মহিষে খানা একঘাটে খাবে না। | ||
দশে মিলে করি কাজ। | ||
য় বিভক্তি | ঘোড়ায় গাড়ি টানে। | |
রাজায়-রাজায় লড়াই। | ||
তে বিভক্তি | গরুতে দুধ দেয়। | |
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কীসে? | ||
গরুতে গাড়ি টানে। |