কলকাতা ৭১ | |
---|---|
পরিচালক | মৃণাল সেন |
প্রযোজক | ডি এস সুলতানিয়া |
রচয়িতা |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আনন্দ শঙ্কর |
চিত্রগ্রাহক | কে কে মহাজন |
মুক্তি | ১২ অক্টোবর ১৯৭২ (কলকাতা) |
স্থিতিকাল | ১৩২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কলকাতা ৭১ মৃণাল সেন পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র । এই চলচ্চিত্রটি ১৯৭২ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রতে বিখ্যাত অভিনেতা উত্পল দত্ত মাধবী মুখার্জি প্রমুখ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। চলচ্চিত্রটি চারটি আলাদা আলাদা গল্পের সমষ্টি। সমরেশ বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রবোধ সান্যাল ও মৃণাল সেনের চারটি গল্পের উপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করা হয়।[১]