কনমেবল | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১২ অক্টোবর ১৯২৪[১] |
সদর দপ্তর | বোগোতা, কলম্বিয়া |
ফিফা অধিভুক্তি | ১৯৩৬[১] |
কনমেবল অধিভুক্তি | ১৯৩৬ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | fcf |
কলম্বীয় ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Colombiana de Fútbol, ইংরেজি: Colombian Football Federation; এছাড়াও সংক্ষেপে সিএফএফ নামে পরিচিত) হচ্ছে কলম্বিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৪ সালের ১২ই অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কলম্বিয়ার রাজধানী বোগোতায় অবস্থিত।
এই সংস্থাটি কলম্বিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কাতেগোরিয়া প্রিমেরা এ, কলম্বীয় নারী ফুটবল লীগ, কোপা কলম্বিয়া এবং সুপারলিগা কলম্বিয়ানার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[২][৩] বর্তমানে কলম্বীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রামোন এসুরুন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সম্পাদক।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | রামোন এসুরুন |
সহ-সভাপতি | আলবারো গন্সালেস |
হোর্হে বেলেস | |
সাধারণ সম্পাদক | আন্দ্রেস তামায়ো |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | হুয়ান মেহিয়া |
প্রযুক্তিগত পরিচালক | ইবান নভেয়া |
ফুটসাল সমন্বয়কারী | হোর্হে কোরেয়া পাস্ত্রানা |
রিকার্দো হোয়োস | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | কার্লোস কিরোস |
জাতীয় দলের কোচ (নারী) | নেলসন আবাদিয়া |
রেফারি সমন্বয়কারী | কার্লোস কামারগো |
এমেরসন গন্সালেস |