এই নিবন্ধটি এমন কোন উৎসের উপর নির্ভর করতে পারে যা/যেগুলো এই বিষয়ের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত।(November 2015) |
এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। |
কলম্বো পরিকল্পনা (এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের জন্য সহযোগী অর্থনীতি এবং সামাজিক উন্নয়ন
) | |
---|---|
Flag of the Colombo Plan | |
কলম্বো পরিকল্পনার বর্তমান (নীল) এবং প্রাক্তন (হলুদ) সদস্যবৃন্দ দেশসমূহ। | |
সদর দফতর | কলম্বো, শ্রীলঙ্কা |
দাপ্তরিক ভাষাসমূহ | ইংরেজি |
ধরন | অর্থনৈতিক ফোরাম |
সদস্যভুক্ত দেশসমূহ | বর্তমান (২৮) প্রাক্তন (৪) |
নেতৃবৃন্দ | |
• মহাসচিব | কিনলে ডোরজি |
প্রতিষ্ঠিত | |
• প্রতিষ্ঠাa | ২৮ নভেম্বর ১৯৫০ |
• আরম্ভ | ১লা জুলাই ১৯৫২ |
ওয়েবসাইট http://www.colombo-plan.org/ | |
|
কলম্বো পরিকল্পনা একটি আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠন যা এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন জোরদারে কাজ করে। কলম্বো পরিকল্পনার সকল কর্মকাণ্ডের মৌলিক ঊদ্দেশ্য সদস্য দেশগুলোর মানব সম্পদের উন্নয়ন।
১৯৪৯ সালের বসন্তে, চীনে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত কে. এল. পানিক্কর দক্ষিণ-পূর্ব এশিয়াতে কমিউনিস্ট আন্দোলন দমানোর জন্য বৃটেন ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতদের কাছে সামরিক তহবিলের জন্য আবেদন করে। মার্কিন যুক্তরাষ্ট্র এই যাবৎ উক্ত সংগঠনের সবচেয়ে বৃহত্তর অর্থদাতা ছিল।
১৯৫০ সালের জানুয়ারী মাসে শ্রীলঙ্কায় অবস্থিত পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত এক কমনওয়েলথ সম্মেলনে এই সংগঠনটির সূচনা সৃষ্টি হয়।