ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কলাম জেমস হাডসন-ওডোই[১] | ||
জন্ম | [২] | ৭ নভেম্বর ২০০০||
জন্ম স্থান | ওয়ানডসওর্থ, লন্ডন, ইংল্যান্ড | ||
উচ্চতা | ৬ ফুট ০ ইঞ্চি (১.৮২ মি)[৩] | ||
মাঠে অবস্থান | ফরওয়ার্ড | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | চেলসি | ||
জার্সি নম্বর | ২০ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০১৭ | চেলসি | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭– | চেলসি | ৬ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫–২০১৬ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ | ২ | (০) |
২০১৬–২০১৭ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ২২ | (৫) |
২০১৮ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ | ২ | (১) |
২০১৮– | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ২ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯ জানুয়ারী ২০১৯ (UTC) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০ সেপ্টেম্বর ২০১৮ (UTC) তারিখ অনুযায়ী সঠিক। |
কলাম জেমস হাডসন-ওডোই (জন্ম ৭ নভেম্বর ২০০০) হলেন একজন ইংরেজ ফুটবলার যিনি একজন ফরওয়ার্ড অথবা একজন উইঙ্গার হিসেবে জনপ্রিয় ইংলিশ ফুটবল ক্লাব চেলসি'র হয়ে খেলে থাকেন।
হাডসন-ওডোই, ২০০৭ সালে ইংলিশ ক্লাব চেলসি-এ যোগ দেন এবং ২০১৬ সালের আগস্ট মাসে ক্লাবটির অনূর্ধ্ব-১৮ দলের হয়ে অভিষিক্ত হন। অভিষেকের পর ক্লাবের হয়ে তার সর্বমোট ২৫ টি উপস্থিতিতে ৮ বার বল প্রতিপক্ষের জালে জড়ান, কিশোরদের এফএ ইয়থ কাপ-এ অনূর্ধ্ব-১৮ দলটিকে তাদের ৮টি খেলায় জয় পেতে সাহায্য করেন। [৪] এর পরবর্তীতে, হাডসন-ওডোই মাত্র ১৬ বছর বয়সে ক্লাবটির অনূর্ধ্ব-২৩ বয়স ভিত্তিক দলে জায়গা পান এবং দলটির হয়ে ইএফএল ট্রফি নামক প্রতিযোগিতায় তিনটি ম্যাচে চারটি গোল করেন,[৫] যেগুলোর মধ্যে অন্যতমটি হল, লিগ ওয়ান-এর দল প্লেমাউথ আর্গেলে-এর সাথে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটির দুটি গোলই তার করা। [৬]
২০১৭ সালের ২০ ডিসেম্বর, হাডসন-ওডোই ইএফএল কাপ-এ আরেক ইংলিশ দল বোর্নমাউথ-এর বিপক্ষে খেলায় চেলসির প্রথম সারির দলের ম্যাচের দিনের জন্য সম্মিলিত দলে জায়গা পান, পুরো খেলাটিতে তাকে কারও বদলে মাঠে নামানো হয়নি, খেলাটিতে তার দল ২-১ গোলে জয় পায়।[৭] ২০১৮ সালের ২৮শে জানুয়ারী, হাডসন-ওডোই চেলসির প্রথম সারির দলের হয়ে এফএ কাপ-এর খেলায় ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড-এর বিপক্ষে খেলায় অভিষিক্ত হন। ঘরের মাঠে হওয়া খেলাটিতে তিনি তার দলের আরেক খেলোয়াড় পেডরো-এর বদলে ম্যাচ চলাকালীন ৮১ মিনিটে মাঠে নামেন, খেলাটিতে চেলসি ৩-০ গোলে জয় পায়।[৮] একই বছরের ৩১ জানুয়ারী, ইংলিশ ক্লাব বোর্নমাউথ-এর বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে সাঠে নামার মধ্য দিয়ে তার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ অভিষেক হয়, যেখানে তার দল ৩-০ গোল ব্যবধানে হেরে যায়।[৯]
ইংল্যান্ড জাতীয় ফুটবল দল এবং ঘানা জাতীয় ফুটবল দল-এর দুটোর মধ্যে খেলার জন্য তিনি যোগ্য হলেও, হাডসন- ওডোই অনূর্ধ্ব-১৬ থেকে অনূর্ধ্ব-১৯ লেবেল বা পর্যায় পযন্ত প্রত্যেকটি দলের হয়ে তিনি ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের এপ্রিল মাসে, হাডসন-ওডোই ইউয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাটির জন্য গঠিত দলে ডাক পান।[১০] উক্ত প্রতিযোগিতাটিতে সেমিফাইনালে তুরষ্ক-এর বিপক্ষে গোল করেন।[১১] এছাড়াও, প্রতিযোগিতাটির ফাইনালে হাডসন-ওডোই স্পেন-এর বিপক্ষে গোল করেছেন, যদিও শেষ পযন্ত ম্যাচটি পেনাল্টি শুট আউটে গড়ালে ইংল্যান্ড হেরে যায়।
হাডসন-ওডোই, অপেশাদারী লিগ বা নন-লিগ স্ট্রাইকার ব্রাডলি হাডসন-ওডোই-এর ছোট ভাই এবং ঘানার পেশাদার ফুটবল ক্লাব হার্টস অব ওয়েক-এর সাবেক মিডফিল্ডার বিসমার্ক ওডোইয়ের সন্তান। [১২][১৩]
ক্লাব | মৌসুম | লিগ | এফএ কাপ | লিগ কাপ | ইউরোপা | অন্যান্য | সর্বমোট | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | Goals | উপস্থিতি | গোল | ||
চেলসি | ২০১৭–১৮ | প্রিমিয়ার লিগ | ২ | ০ | ২ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ৪ | ০ |
২০১৮–১৯ | প্রিমিয়ার লিগ | 4 | 0 | 2 | 1 | 1 | 0 | 4[ক] | ১ | ১[খ] | ০ | ১২ | ২ | |
সর্বমোট | ৬ | ০ | ৪ | ১ | ১ | ০ | ৪ | ১ | ১ | ০ | ১৬ | ২ | ||
চেলসি অনূর্ধ্ব-২৩ | ২০১৭–১৮ | — | — | — | — | ৬[গ] | ৪ | ৬ | ৪ | |||||
খেলোয়াড়ী জীবনে সর্বমোট | ৬ | ০ | ৪ | ১ | ১ | ০ | ৪ | ১ | ৭ | ৪ | ২২ | ৬ |