কলাম্বিয়া পর্বত | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৩,৭৪৭ মিটার (১২,২৯৩ ফুট) [১] |
সুপ্রত্যক্ষতা | ২,৩৮৩ মিটার (৭,৮১৮ ফুট) [২] |
স্থানাঙ্ক | ৫২°০৮′৫০″ উত্তর ১১৭°২৬′৩০″ পশ্চিম / ৫২.১৪৭২২° উত্তর ১১৭.৪৪১৬৭° পশ্চিম [৩] |
ভূগোল | |
দেশ | কানাডা |
প্রদেশ | আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়া |
উদ্যান | জেসপার জাতীয় উদ্যান |
মূল পরিসীমা | উইন্সটন চার্চিল রেঞ্জ (কানাডীয় রকিজ) |
টপো মানচিত্র | এনটিএস ৮৩সি/০৩[৩] |
আরোহণ | |
প্রথম আরোহণ | ১৯০২, জেমস আউটরাম, ক্রিস্টিয়ান কউফম্যানের দিক নির্দেশনায়[১] |
সহজ পথ | তুষার/হিমবাহ আরোহণ |
কলাম্বিয়া পর্বত কানাডিয় রকি পর্বতমালার উইন্সটন চার্চিল রেঞ্জে অবস্থিত। এটির চূড়া কানাডার আলবার্টা প্রদেশের সর্বোচ্চ বিন্দু এবং কানাডিয় রকি পর্বতমালায় উচ্চতা ও ভূসংস্থানিক বৈশিষ্ট্যের বিচারে রবসন পর্বতের পর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। এটি জেসপার জাতীয় উদ্যানের উত্তর প্রান্তে, ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টা প্রদেশের সীমানায় অবস্থিত, তবে এটির সর্বোচ্চ চূড়া আলবার্টার ভিতরে পরেছে।[৪] ১৮৯৮ সালে কলাম্বিয়া নদীর নামানুসারে ইংলিশ পর্বতবিদ জন নরম্যান কলি এই পর্বতের নামকরণ করেন।[১] ১৯০২ সালে সুইস পর্বতারোহী ক্রিস্টিয়ান কউফম্যানের দিক নির্দেশনায় বৃটিশ ধর্মযাজক জেমস আউটরাম সর্বপ্রথম এই পর্বতে আরোহণ করেন।[৪]
কলাম্বিয়া পর্বত আরোহণের জন্য সাধারণত 'পূর্বমুখি' হিমবাহ পথ আছে, এই পথে গ্রীষ্মে সোজাসুজি আরোহণ করা যায়, যদিও এইপথে প্রায় ১৯ কিলোমিটার (১২ মাইল) আথাবাস্কা হিমবাহ ও কলাম্বিয়া বরফক্ষেত্র পাড়ি দিতে হয়। অন্যদিকে 'কিংস ট্রেঞ্চ' দিয়ে আরোহণে ৮ কিলোমিটার(৫ মাইল) পথ কমে যায়। পর্বতটির উত্তর শৈলশিরার উপরের পথটি পর্বতারোহণ পথের ধরন অনুযায়ী পঞ্চম গ্রেডের পথ এবং বেশি দর্শনীয় হিসেবে বিবেচিত।[১]
কলাম্বিয়া পর্বত মূলত প্রাক-ক্যাম্ব্রিয়ান থেকে জুরাসিক যুগের পাললিক শিলায় গঠিত। ল্যরামাইড অরোজেনি'র মত ভূতাত্ত্বিক ঘটনা চলাকালে অগভীর সমুদ্রের পাললিক শিলা ধাক্কা দিয়ে আরো পূর্ব দিকের অপেক্ষাকৃত নবীন শিলার উপর ঠেলে দিলে এপর্বতগুলির সৃষ্টি হয়।[৫] কোপেনের জলবায়ু শ্রেনীবিভাগ অনুযায়ী কলাম্বিয়া পর্বত, উত্তর মেরুর ঠিক দক্ষিণে অবস্থিত ঠান্ডা, তুষারাবৃত শীত মৌসুম এবং মৃদু গ্রীষ্মকালীন জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে তাপমাত্রা সাধারণত -২০° এবং শীতল বায়ূ প্রবাহ থাকলে -৩০° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।[৬]
|name-list-style=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)