কলেরেবিয়া স্ক্যান্ডা

প্যালিড আর্গাস
Pallid Argus
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Nymphalidae
গণ: Callerebia
প্রজাতি: C. scanda
দ্বিপদী নাম
Callerebia scanda
Kollar, 1844

প্যালিড আর্গাস(বৈজ্ঞানিক নাম: Callerebia scanda (Kollar)) প্রজাতি এশিয়ায় প্রাপ্ত নিমফ্যালিডি (Nymphalidae) গোত্র ও 'স্যাটিরিনি' (Satyrinae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত প্রজাপতি।[]

প্যালিড আর্গাস এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৫০-৬০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[]

বিস্তার

[সম্পাদনা]

এই প্রজাতি ভারত এর কাশ্মীর থেকে সিকিম প্রদেশ, পশ্চিমবঙ্গ, নেপাল এবং ভূটান এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Callerebia Butler, 1867" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
  2. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 389। আইএসবিএন 9789384678012 
  3. Evans, W.H. (১৯৩২)। The Identification of Indian Butterflies (2nd সংস্করণ)। Mumbai, India: Bombay Natural History Society। পৃষ্ঠা 116, ser no D11.3। 
  4. Haribal, Meena (১৯৯২)। The Butterflies of Sikkim Himalaya and Their Natural History। Gangtok, Sikkim, India: Sikkim Nature Conservation Foundation। পৃষ্ঠা 149।