কল্লেশ্বর মন্দির ಕಲ್ಲೇಶ್ವರ ದೇವಸ್ಥಾನ ಬಾಗಳಿ | |
---|---|
গ্রাম | |
স্থানাঙ্ক: ১৪°৫০′৩৮″ উত্তর ৭৫°৫৮′৫৮″ পূর্ব / ১৪.৮৪৩৮৯° উত্তর ৭৫.৯৮২৭৮° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | কর্ণাটক |
জেলা | দাবণগেরে জেলা |
তালুক | হরপনহল্লি |
কল্লেশ্বর মন্দির (কন্নড়: ಕಲ್ಲೇಶ್ವರ ದೇವಸ್ಥಾನ, ಬಾಗಳಿ ) হল ভারতের কর্ণাটক রাজ্যের দাবণগেরে জেলায় হরপনহল্লি শহরের কাছে অবস্থিত বাগালি (প্রাচীন শিলালিপিতে বালগালি) গ্রামে অবস্থিত একটি হিন্দু মন্দির। খ্রিস্টীয় দশম শতাব্দীর মধ্যভাগে রাষ্ট্রকূট শাসনকালে মন্দিরটির নির্মাণকার্য শুরু হয় এবং তারপর পশ্চিম চালুক্য রাজা দ্বিতীয় তৈলপের শাসনকালে ৯৮৭ খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দিরের নির্মাণকার্য সমাপ্ত হয়। মন্দিরটি নির্মাণ করেছিলেন দুগ্গিময় নামে এক ব্যক্তি।[১][২] মন্দিরটিতে ছত্রিশটি প্রাচীন কন্নড় শিলালিপি রক্ষিত আছে, যেগুলি উৎকীর্ণ হয়েছিল দশম ও একাদশ শতাব্দীতে। বর্তমানে মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের দ্বারা সংরক্ষিত জাতীয় গুরুত্বসম্পন্ন স্মারকগুলির অন্যতম।[১][৩]
টেমপ্লেট:Settlements in Davanagere district টেমপ্লেট:Hindu temples in Karnataka টেমপ্লেট:Historical places of Chalukyas