কসমস: এ স্পেসটাইম ওডেসি | |
---|---|
ধরন | বিজ্ঞান প্রামাণ্যচিত্র |
ভিত্তি | কার্ল সেগান অ্যান ড্রুয়ান স্টিভেন সটার কর্তৃক কসমস: অ্য পারসোনাল ভয়েজ |
লেখক | অ্যান ড্রুয়ান স্টিভেন সটার |
পরিচালক | ব্র্যানন ব্রাগা বিল পোপ অ্যান ড্রুয়ান |
উপস্থাপক | নিল ডিগ্রেস টাইসন |
সুরকার | অ্যালান সিলভেস্ট্রি |
মূল দেশ | যুক্তরাষ্ট্র |
মূল ভাষা | ইংরেজি |
পর্বের সংখ্যা | ১৩ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক |
|
প্রযোজক | লিভিয়া হেনিচ স্টিভেন হল্টজম্যান |
নির্মাণের স্থান | নিউ মেক্সিকো ক্যালিফোর্নিয়া |
চিত্রগ্রাহক | বিল পোপ |
সম্পাদক | জন ডাফি এরিক লিয়া মাইকেল ও'হলোরেন |
ব্যাপ্তিকাল | ৪৪ মিনিট |
নির্মাণ কোম্পানি | কসমস স্টুডিওস ফাজি ডোর প্রোডাকশনস সান্তা ফি স্টুডিওস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | ফক্স ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল |
ছবির ফরম্যাট | ১৬:৯ এইচডিটিভি |
মূল মুক্তির তারিখ | ৯ মার্চ ২০১৪ ৮ জুন ২০১৪ | –
ক্রমধারা | |
পূর্ববর্তী | কসমস: অ্য পারসোনাল ভয়েজ |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট | |
[নিল ডিগ্রেস টাইসন নির্মাণ ওয়েবসাইট] |
কসমস এ স্পেসটাইম ওডেসি হল ২০১৪ সালে নির্মিত একটি বিজ্ঞানভিত্তিক মার্কিন প্রামাণ্য টেলিভিশন ধারাবাহিক, যেটি উপস্থাপনা করেন প্রখ্যাত বিজ্ঞানবিষয়ক ব্যক্তিত্ব নিল ডিগ্রেস টাইসন|[১] ধারাবাহিকটিকে বিজ্ঞানভিত্তিক প্রামাণ্যচিত্রের জগতে একটি মাইলফলক হিসেবে গণ্য করা হয়| ২০১৪ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ২১'থ সেঞ্চুরি ফক্স নেটওয়ার্কব্যাপী চ্যানেলসমূহে এবং তার পরদিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে ধারাবাহিকটি প্রথমবারের মত সম্প্রচারিত হয়| এর পরবর্তী দুইমাসে ন্যাট জিও চ্যানেলের আন্তর্জাতিক শাখাসমূহে তা ভাষান্তর করে সম্প্রচার করা হয়| ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ভারতীয় শাখা ধারাবাহিকটি বাংলা ভাষায় ভাষান্তর করে সম্প্রচার করে|