কসমস ১৭ | |||||
---|---|---|---|---|---|
নাম | ডিএস-এ১ নং. ২ স্পুটনিক-২৭ | ||||
অভিযানের ধরন | প্রযুক্তি বিকিরণ | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৬৩-০১৭এ | ||||
এসএটিসিএটি নং | ০০৫৮০ | ||||
অভিযানের সময়কাল | ৭৪১ দিন | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযানের ধরন | ডিএস-এ১ | ||||
প্রস্তুতকারক | ইউঝনয়ে | ||||
উৎক্ষেপণ ভর | ৩২২ কিলোগ্রাম (৭১০ পাউন্ড)[১] | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ২২ মে ১৯৬৩ ০৩:০৭:০০ জিএমটি[২] | ||||
উৎক্ষেপণ রকেট | কসমস-২আই ৬৩এস১ | ||||
উৎক্ষেপণ স্থান | কাপুস্টিন ইয়ার, মায়াক-২ | ||||
ঠিকাদার | ইউঝনয়ে | ||||
অভিযানের সমাপ্তি | |||||
ক্ষয়ের তারিখ | ২ জুন ১৯৬৫ | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | ভূকেন্দ্রিক কক্ষপথ[২] | ||||
আমল | নিম্ন পৃথিবী কক্ষপথ | ||||
পেরিজিইই | ২৬০ কিলোমিটার (১৬০ মাইল) | ||||
অ্যাপোজিইই | ৭৮৮ কিলোমিটার (৪৯০ মাইল) | ||||
নতি | ৪৯.০° | ||||
পর্যায় | ৯৪.৮ মিনিট | ||||
কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু | ২২ মে ১৯৬৩ | ||||
----
|
কসমস ১৭ (রুশ: Космос 17; অর্থ: কসমস ১৭), যা ডিএস-এ১ নং. ২ নামেও পরিচিত এবং পশ্চিমাদের নিকট স্পুটনিক ২৭ নামে পরিচিত, হলো প্রযুক্তি প্রদর্শনের জন্য ১৯৬৩ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত কৃত্রিম উপগ্রহ। এটিকে ডিএস কর্মসূচির অংশ হিসাবে উৎক্ষেপণ করা হয়েছিল। এর প্রাথমিক লক্ষ্য ছিল ভবিষ্যতের সোভিয়েত সামরিক উপগ্রহের জন্য প্রযুক্তি প্রদর্শন করা। এটি বিকিরণ পরীক্ষাও পরিচালনা করে।[৩]
এটি ছিলো কসমস কর্মসূচির অধীনে প্রেরিত সপ্তদশ উপগ্রহ। ডিএস-এ১ কৃত্রিম উপগ্রহগুলো ইউঝনয়ে কর্তৃক যোগাযোগ এবং মহাকাশযান চালনা পদ্ধতির জন্য কলাকৌশল এবং সরঞ্জাম পরীক্ষণ এবং বিকিরণ পরিমাপ করার জন্য তৈরি করা হয়েছিল। এটির ভর ছিল ৩২২ কিলোগ্রাম (৭১০ পাউন্ড)।[১]
কসমস ১৭-কে কসমস-২আই ৬৩এস১ উৎক্ষেপক যানে করে উৎক্ষেপণ করা হয়। ১৯৬৩ সালের ২২ মে তারিখে ০৩:০৭:০০ জিএমটিতে কাপুস্টিন ইয়ারের মায়াক-২ থেকে এটিকে উৎক্ষেপণ করা হয়েছিলো।[১]