কসমস ৩৫৯ | |||||
---|---|---|---|---|---|
অভিযানের ধরন | শুক্র অবতরণ[১] | ||||
পরিচালক | ল্যাভোচ্কিন | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৭০-০৬৫এ | ||||
এসএটিসিএটি নং | ০৪৫০১ | ||||
অভিযানের সময়কাল | উৎক্ষেপণ ব্যর্থ | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযান | ৩এমভি | ||||
মহাকাশযানের ধরন | ৩এমভি-৪ | ||||
বাস | ৩এমভি | ||||
প্রস্তুতকারক | ল্যাভোচ্কিন | ||||
উৎক্ষেপণ ভর | ১,১৮০ কেজি (২,৬০০ পা) | ||||
ক্ষমতা | ওয়াট | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ২২ আগস্ট ১৯৭০, ০৫:০৬:০৯ইউটিসি[২] | ;||||
উৎক্ষেপণ রকেট | মোলনিয়া-এম ৮কে৭৮এম | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, সাইট ৩১/৬ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
সর্বশেষ যোগাযোগ | ৬ নভেম্বর ১৯৭০ | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | ভূকেন্দ্রিক কক্ষপথ | ||||
আমল | নিম্ন পৃথিবী কক্ষপথ | ||||
উৎকেন্দ্রিকতা | ০.০৫০৪১ | ||||
পেরিজিইই | ২১০ কিলোমিটার (১৩০ মাইল) | ||||
অ্যাপোজিইই | ৯১০ কিলোমিটার (৫৭০ মাইল) | ||||
নতি | ৫১.৫° | ||||
পর্যায় | ৯৫.৭০ মিনিট | ||||
----
|
কসমস ৩৫৯ (রুশ: Космос 359; অর্থ: কসমস ৩৫৯) হলো শুক্র অনুসন্ধানের জন্য ১৯৭০ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান। এই অভিযানটিকে সোভিয়েত ভেনেরা কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি ভেনাসে অন্বেষণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়।
কসমস ৩৫৯-কে একটি মোলনিয়া-এম ৮কে৭৮এম বাহক রকেটের ওপর বসিয়ে বাইকোনুর কসমোড্রোমের সাইট ৩১/৬ থেকে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটিকে ১৯৭০ সালের ২২ আগস্ট তারিখের ০৫:০৬:০৯ ইউটিসিতে উৎক্ষেপণ করা হয়।[৩]
কসমস ৩৫৯ মহাকাশযানটি একটি সোলার উইন্ড ডিটেক্টর, কসমিক-রে ডিটেক্টর, রেজিস্ট্যান্স থার্মোমিটার এবং অ্যানেরয়েড ব্যারোমিটার সহ বৈজ্ঞানিক যন্ত্রের একটি সীমিত বহর বহন করছিলো।[৪]
<ref>
ট্যাগ বৈধ নয়; Zond_3
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি