কসমস ৪৮২ | |||||
---|---|---|---|---|---|
অভিযানের ধরন | শুক্র অবতরণ | ||||
পরিচালক | সোভিয়েত একাডেমি অভ সায়েন্সেস | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৭২-০২৩এ | ||||
এসএটিসিএটি নং | ৫৯১৯ | ||||
অভিযানের সময়কাল | উৎক্ষেপণ ব্যর্থ | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযানের ধরন | ৩ভি (ভি-৭২) নং. ৬৭১ | ||||
বাস | ৩এমভি | ||||
উৎক্ষেপণ ভর | ১,১৮০ কিলোগ্রাম (২,৬০০ পাউন্ড) | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ৩১ মার্চ ১৯৭০, ০৪:০২:০০ইউটিসি | ;||||
উৎক্ষেপণ রকেট | মোলনিয়া ৮কে৭৮এম | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, সাইট ৩১/৬ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
ক্ষয়ের তারিখ | ৫ মে ১৯৮১ | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | ভূকেন্দ্রিক কক্ষপথ | ||||
আমল | মধ্য পৃথিবী কক্ষপথ | ||||
পরাক্ষ | ৭,৭০৮ কিলোমিটার (৪,৭৯০ মাইল) | ||||
পেরিজিইই | ২০৯.৪ কিলোমিটার (১৩০.১ মাইল) | ||||
অ্যাপোজিইই | ২,৪৬৪.৮ কিলোমিটার (১,৫৩১.৬ মাইল) | ||||
নতি | ৫২.১° | ||||
পর্যায় | ১১২.২ মিনিট | ||||
কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু | বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮, ০৩:৪৪:৫৭ | ; ইউটিসি||||
----
|
কসমস ৪৮২ (রুশ: Космос 482; অর্থ: কসমস ৪৮২) হলো শুক্র অনুসন্ধানের জন্য ১৯৭২ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান। এই অভিযানটিকে সোভিয়েত ভেনেরা কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি ভেনাসে অন্বেষণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এর অবতরণ মডিউলের ভর ৪৯৫ কিলোগ্রাম (১,০৯১ পাউন্ড)।[১]
কসমস ৪৮২-কে একটি মোলনিয়া ৮কে৭৮এম বাহক রকেটের ওপর বসিয়ে বাইকোনুর কসমোড্রোমের সাইট ৩১/৬ থেকে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটিকে ১৯৭২ সালের ৩১ মার্চ তারিখের ০৪:০২:৩৩ ইউটিসিতে উৎক্ষেপণ করা হয়।