কস্তাসিয়েল্লা কুরোশিমাই | |
---|---|
![]() | |
অ্যাভ্রেনভিলিয়া ইরেক্টে কস্তাসিয়েল্লা সিএফ. কুরোশিমাই। অবস্থান: লিজার্ড আইল্যান্ড, গ্রেট ব্যারিয়ার রিফ। এই স্লাগটির দৈর্ঘ্য প্রায় ১ সেমি। | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | মলাস্কা |
শ্রেণী: | Gastropoda |
শ্রেণীবিহীন: | clade Heterobranchia informal group Opisthobranchia |
মহাপরিবার: | Limapontioidea |
পরিবার: | Costasiellidae |
গণ: | Costasiella |
প্রজাতি: | C. kuroshimae |
দ্বিপদী নাম | |
Costasiella kuroshimae Ichikawa, 1993 | |
![]() | |
ভৌগোলিক বিস্তার |
কস্তাসিয়েল্লা কুরোশিমাই বা Costasiella kuroshimae (এটি "লিফ স্লাগ", "পত্র স্লাগ"[১] কিংবা "লিফ শিপ", "পাতা ভেড়া"[২] নামেও পরিচিত) হচ্ছে সাকাগ্লোস্সা সামুদ্রিক স্লাগের একটি প্রজাতি। এটি কস্তাসিয়েলিদে পরিবারভুক্ত খোলসবিহীন সামুদ্রিক অপিস্তোব্রাঙ্কিয়া গ্যাস্ট্রোপোডা (উদরপদী) শ্রেণির মলাস্কা।[৩] এগুলো৫ মিলিমিটার থেকে সর্বোচ্চ ১ সেমি পর্যন্ত লম্বা হতে পারে।[৪]
তাদের দুটি কালো চোখ এবং দুটি "রাইনোফোর" (গণ্ডারের মতো খড়্গ) রয়েছে যা তাদের মাথার শীর্ষভাগ থেকে বেরিয়ে আসে। এগুলো দেখতে ভেড়ার কান বা পোকামাকড়ের অ্যান্টেনার মতো দেখালেও এর সাধারণ নাম "পাতা ভেড়া"।
এই প্রাণীটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। কারণ, এরা খাদ্য হিসেবে শৈবাল গ্রহণ করে শৈবালের দেহে থাকা ক্লোরোপ্লাস্ট ক্লেপ্টোপ্লাস্টি নামক প্রক্রিয়ায় নিজ দেহে ধরে রাখতে পারে। এই ক্লোরোপ্লাস্টের সহায়তায় এই প্রাণীটি উদ্ভিদের মতো সালোকসংশ্লেষণ করতে পারে।
১৯৯৩ সালে জাপানি দ্বীপ কুরোশিমা উপকূলে সর্বপ্রথম এই প্রাণীটি আবিষ্কৃত হয়। জাপান, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের কাছাকাছি সমুদ্রে এদের দেখতে পাওয়া যায়।
এদের "টাইপ লোকালিটি" হচ্ছে: কুরোশিমা, তেকতোমি, ওকিনাওয়া, রায়ক্যু দ্বীপপুঞ্জ, জাপান।[৫]
</gallery>