কাঁটাতার ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ও বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত একটি বাংলা ভাষার চলচ্চিত্র। এতে রুদ্রনীল ঘোষ, শ্রীলেখা মিত্র ও সুদীপ মুখোপাধ্যায় প্রধান ভূমিকায় অভিনয় করেন।[৩] চলচ্চিত্রটি ছয়টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[১]
কাঁটাতার বোয়টি সুধা নামের একটি মেয়ের (শ্রীলেখা মিত্র) রাজনৈতিক-সামাজিক-প্রেমের গল্প নিয়ে তৈরি।
- কাঁটাতার বিদেশে জনপ্রিয় হলেও (এর পোস্টার চিৎকার করে বলছে, যে ইতিমধ্যে পাঁচটি আন্তর্জাতিক চলচ্চিত্রে কাঁটাতার স্থান করে নিয়েছে), কাঁটাতার চলচ্চিত্রটি আরও দক্ষতার সাথে তৈরি করা যেত।- দ্য টেলিগ্রাফ (১০ এ ৪)[৪]
- বিএফজেএ পুরস্কার(২০০৭)[৫]
- আনন্দলোক পুরস্কার (২০০৬)
- ফ্রাইবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সুইজারল্যান্ড, ২০০৬
- সাও পাওলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ব্রাজিল, ২০০৬
- সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২006
- রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লন্ডন, ২০০৫
- আসনোদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, টেল আভিভ, ইজরায়েল, ২০০৬
- বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ঢাকা
- উদ্বোধনী চলচ্চিত্র, নতুন সিনেমা আন্তর্জাতিক ফোরাম, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারত, ২০০৫
- উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলাদেশ ২০০৫
- এশিয়ান সিনেমার ওসিয়ান সিনেফান ফেস্টিভাল, নিতুন দিল্লি, ভারত ২০০৫
- মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারত, ২০০৫
- পুণে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারত, ২০০৫
- আড্ডা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নতুন দিল্লি, ভারত, ২০০৫
- ফেস্টিভ ডি সিনেমাস ডি এসি, ভেসল, ২০০৭
- এশিয়ান সিনেমার সিল্ক স্ক্রিন ফেস্টিভাল, পিটসবুর্গ, ইউএসএ। ২০০৭
- আনন্দলোক পুরস্কার - সেরা অভিনেত্রী বিভাগ
- বিএফজেএ পুরস্কার- সেরা নৃত্যপরিকল্পনা, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে
- প্রথা প্রতিম চৌধুরী পুরস্কার - সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক বিভাগে
ওয়ার্ল্ড সেলস: ওয়াইড ম্যানেজমেন্ট লিমিটেড, ফ্রান্স[৬]