কাঁটে | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | সঞ্জয় গুপ্ত |
প্রযোজক | প্রীতিশ নন্দী ফিল্ম ক্লাব লিমিটেড ল্যারি মোরটোফ সঞ্জয় সিপ্পি |
রচয়িতা | মিলাপ যাভেরি (সংলাপ) |
চিত্রনাট্যকার | সঞ্জয় দত্ত যশ-বিনয় |
শ্রেষ্ঠাংশে | অমিতাভ বচ্চন সঞ্জয় দত্ত সুনীল শেট্টি লাকী আলী মহেশ মঞ্জরেকর কুমার গৌরব মালাইকা অরোরা |
সুরকার | আনন্দ রাজ আনন্দ বিশাল-শেখর লাকী আলী |
চিত্রগ্রাহক | কুর্ট ব্রাবি |
সম্পাদক | বন্টি নেগি |
প্রযোজনা কোম্পানি | হোয়াইট ফিদার ফিল্মস, পিএনসি ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹300 million[১][২][৩] ($6 million)[৪] |
আয় | প্রা. ₹430 million[২] ($9 million)[৪] |
কাঁটে (হিন্দি: काँटे; বাংলা: কাঁটা) হচ্ছে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত একটি অপরাধ-সহিংসতাবাদী চলচ্চিত্র। সঞ্জয় গুপ্ত পরিচালিত এই চলচ্চিত্রটির কাহিনী লিখেছিলেন মিলাপ যাভেরি; অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, লাকী আলী, মহেশ মঞ্জরেকর, ষাটের দশকের অভিনেতা রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরব, মালাইকা অরোরা এবং কমল হাসনের সঙ্গে অভিনয় করা এক দুজে কে লিয়ে (১৯৮১) চলচ্চিত্রে খ্যাতি পাওয়া অভিনেত্রী রতি অগ্নিহোত্রী। এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচালক মহেশ মাঞ্জরেকরের অভিনেতা হসেবে অভিষেক ঘটে।
এই চলচ্চিত্রটির কাহিনী ইংরেজি চলচ্চিত্র রেজারভোয়ার ডগ্স (১৯৯২) থেকে নেওয়া ছিলো।[৫]
ছয়জন পুরুষের একটি ব্যাংক ডাকাতি নিয়েই চলচ্চিত্রটির মূল কাহিনী, এই ছয়জন ব্যক্তি হলেনঃ 'মেজর', 'অজ্জু', 'মার্ক', 'বালি', 'এ্যান্ডি' এবং 'ম্যাক' যদিও ম্যাক একজন পুলিশ গোয়েন্দা। ব্যাংক ডাকাতির পরে ব্যাংক থেকে বের হওয়ার সময় পুলিশের হামলার কবলে পড়ে সবাই এবং ম্যাক গুলি খায়। ম্যাককে বাঁচায় মেজর, আবার অজ্জু পুলিশের একজন কর্মকর্তাকে ধরে নিয়ে এসে তাদের কব্জায় রাখে। বালি ঐ পুলিশটিকে মেরে ফেলে এবং বালি নিজে ম্যাকের গুলিতে মারা যায়। তারপর অজ্জু আর মার্ক এসে অবাক হয় এবং মেজর আর এ্যান্ডি এসেও বিস্ময় প্রকাশ করে; তারা পারস্পরিক সন্দেহে একে অপরের গুলি ছুড়ে মারা যায় এবং এ্যান্ডি লুট করা টাকা নিয়ে ভেগে যায়। মার্কের একটি প্রেমিকা থাকে যাকে মার্ক ভারতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিলো তবে মার্কের মারা যাওয়ায় তা আর হয়না।