এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। |
কাইথি | |
---|---|
পরিচালক | লোকেশ কনকরাজ |
প্রযোজক | এস. আর. প্রকাশবাবু এস. আর. প্রভু থিরুপ্পুর বিবেক |
রচয়িতা | লোকেশ কনকরাজ পন পার্থিবান[১] |
শ্রেষ্ঠাংশে | কার্থি নারাইন ধীনা |
সুরকার | স্যাম সি. এস. |
চিত্রগ্রাহক | সাথয়ান সূরয়ান |
সম্পাদক | ফিলোমিন রাজ |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
আয় | ₹১০৫ কোটি[২] |
কাইথি (অনু. কয়েদি) ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষীয় অ্যাকশন রোমাঞ্চকর ঘরানার ভারতীয় চলচ্চিত্র, যার কাহিনীকার ও পরিচালক ছিলেন লোকেশ কনকরাজ।[৩] লোকেশ সিনেমাটিক ইউনিভার্স-এর প্রথম চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন কার্তি এবং নারাইন ও ধীনা পার্শ্ব চরিত্রে অভিনয় করেন ৷ সিনেমাটিরড্রীম ওয়ারিওর পিকচার্স -এর ব্যানারে প্রযোজনা করেন এস. আর. প্রকাশবাবু ও এস. আর. প্রভু এবং বিবেকানন্দ পিকচার্স্ -এর ব্যানারে তিরুপ্পুর বিবেক সহ-প্রযোজনা করেন ৷[৪][৫] এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন স্যাম সি. এস., সিনেমাটোগ্রাফির কাজ করেন সাথয়ান সূরয়ান এবং ফিলোমিন রাজ এডিটিং -এর দায়িত্ব পালন করেন ৷
সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে সদ্য মুক্তি পাওয়া এক কয়েদি "দিল্লি"কে ঘিরে, যে তার মেয়ের সাথে প্রথমবার দেখা করার উদ্দেশ্যে যাওয়ার পথে সন্দেহবশতঃ পুনঃগ্রেফতার হয় ৷ যখন এক পার্টিতে কতিপয় পুলিশ অফিসার ষড়যন্ত্রমূলক ড্রাগ বিষক্রিয়ার শিকার হন, তখন ইন্সপেক্টর বিজয় ডিল্লীকে তার মেয়ের সাথে দেখা করিয়ে দেওয়ার পরিবর্তে অসুস্থ পুলিশ অফিসারদের একটা লরীতে করে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য রাজী করায় ৷ ডিল্লী, বিজয় ও লরীর মালিক হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং পথে অপরাধীদের ও সময়ের সাথে যুদ্ধ করে গন্তব্যে পৌঁছায় ৷ যাত্রাপথে তারা একটা পুলিশ স্টেশনকে আক্রমনের হাত থেকেও রক্ষা করে ৷
কাইথি ২৫ অক্টোবর ২০১৯ তারিখে দিওয়ালী উপলক্ষে মুক্তি দেওয়া হয় ৷ ছবিটি মুক্তির পর থেকেই এর অ্যাকশন সিকোয়েন্স, অভিনয় ও চিত্রনাট্যের জন্য দর্শকদের কাছে খুব জনপ্রিয়তা পায় ৷[৬][৭] দর্শকমহলের ইতিবাচক সাড়া পাওয়ার ফলে, সিনেমাটি দারুন ব্যবসায়িক সফলতা পায় এবং চলচ্চিত্রবোদ্ধা ও সমালোচকদের প্রচুর প্রশংসা অর্জন করে ৷[৮][৯] সম্প্রতি এই সিনেমাটির হিন্দী পুনঃনির্মাণ করার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে, যেখানে মূল চরিত্রে অজয় দেবগনকে অভিনয় করতে দেখা যাবে ৷[১০]
রিলায়েন্স এন্টারটেইনমেন্ট -এর সাথে মিলে মধু মান্টেনা এই সিনেমার স্বত্ত্ব কিনে নিয়েছেন হিন্দীতে পুনঃনির্মাণের জন্য, এবং অজয় দেবগন ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ৷[১১]
অনুষ্ঠানের তারিখ | পুরস্কার | বিভাগ | প্রাপক এবং মনোনীত ব্যক্তি | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
০৪ জানুয়ারি ২০২০ | জ়ি সিনে অ্যাওয়ার্ডস্ তামিল | প্রিয় পরিচালক | লোকেশ কনকরাজ | বিজয়ী | [১২][১৩] |
সেরা স্টান্ট পরিচালক | আনবারিভ | বিজয়ী | |||
সেরা খলনায়ক | অর্জুন দাস | বিজয়ী | |||
সেরা সাপোর্টিং অভিনেতা - পুরুষ | জর্জ মারয়ান | বিজয়ী | |||
১১ জানুয়ারি ২০২০ | আনন্দ ভিকাতান সিনেমা অ্যাওয়ার্ডস্ | সেরা সাপোর্টিং অভিনেতা - পুরুষ | বিজয়ী | [১৪] | |
সেরা স্টান্ট পরিচালক | আনবারিভ | বিজয়ী | |||
১৫ জানুয়ারি ২০২০ | নরওয়ে তামিল ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ডস্ | সেরা অভিনেতা | কার্থি | বিজয়ী | [১৫] |
সেরা খলনায়ক | অর্জুন দাস | বিজয়ী | |||
সেরা সম্পাদক | ফিলোমিন রাজ | বিজয়ী | |||
১৪ মার্চ ২০২০ | ক্রিটিকস্ চয়েজ ফিল্ম অ্যাওয়ার্ডস্ | সেরা অভিনেতা - পুরুষ | কার্থি | প্রক্রিয়াধীন | [১৬] |