কাইয়ুয়ান ঝা বাও | |||||||
![]() | |||||||
ঐতিহ্যবাহী চীনা | 開元雜報 | ||||||
---|---|---|---|---|---|---|---|
সরলীকৃত চীনা | 开元杂报 | ||||||
|
কাইয়ুয়ান ঝা বাও, আদালতের বার্তা,[১] ৮ম শতাব্দীর কাইয়ুয়ান যুগের একটি দাপ্তরিক প্রকাশ যা প্রথম প্রকাশিত হয়। রাজকীয় ব্যক্তিবর্গ এর পাঠক ছিলেন। দৈনিক রাজনৈতিক ও জাতীয় সংবাদের আলোকে সম্পাদক এর প্রকাশ করতেন এবং তা প্রত্যেকটা প্রদেশে প্রেরণ করা হত। [২] ৭১৩ থেকে ৭৩৪ এর মধ্যে এর প্রকাশ ঘটে, এবং এটি মূলত সিল্কের উপর হাতে লেখা ছিল।[৩]