কাওরু মারুইয়ামা | |
---|---|
জন্ম | ৮ জুন ১৮৯৯ |
মৃত্যু | ২১ অক্টোবর ১৯৭৪ | (বয়স ৭৫)
পেশা | কবি, |
জাতীয়তা | জাপানী |
সাহিত্য আন্দোলন | সিকি |
কাওরু মারুইয়ামা (ইংরেজি: Maruyama Kaoru, জাপানি: 丸山 薫; ৮ই জুন, ১৮৯৯ – ২১শে অক্টোবর, ১৯৭৪) ছিলেন একজন জাপানী কবি। তিনি প্রথমে টোকিও এবং পরে আইচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। কিছুদিন "চার ঋতু" সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। "দশ বছর", "পরীর দেশ", "ফুলের হৃদয়" তার পরিণত কাব্যগ্রন্থ। কখনো কখনো তাকে সমুদ্রের কবি হিসেবেও চিহ্নিত করা হয়।[১] তার নির্বাচিত রচনাবলী রবার্ট এপ ইংরেজিতে অনুবাদ করেছেন।