কাজলি | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Siluriformes |
পরিবার: | Schilbeidae |
গণ: | Ailiichthys Day, 1872 |
প্রজাতি: | A. punctata |
দ্বিপদী নাম | |
Ailiichthys punctata Day, 1872 |
কাজলি (বৈজ্ঞানিক নাম: Ailiichthys punctata) (ইংরেজি: Jamuna ailia) Schilbeidae পরিবারের Ailiichthys গণের একটি স্বাদুপানির মাছ।
এরা আকারে ছোট ধরনের চ্যপ্টা মাছ এটি মিঠা পানির মাছ, যার দৈঘ্য প্রায় ১০ সেন্টিমিটার। এই মাছ সাধারণত নদী, খাল এবং বিল এ পাওয়া যায়। তবে কাজলি মাছ পুকুর এ চাষ করা যায় না।
যা সচরাচর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, প্রভৃতি দেশের স্থানীয় মাছ হিসেবে পরিচিত।[২]
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে আশংকাজনক হিসেবে বিবেচিত।কাজলি মাছ বাংলাদেশের বরকল উপজেলা,রাংগামাটি পার্বত্য জেলায় সবচেয়ে বেশি পাওয়া যায়। [৩]
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।