* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮:০৮, ৩০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:০৮, ৩০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।
২০০২–০৩ মৌসুমে, ব্রাজিলীয় ফুটবল ক্লাব সাও পাওলোর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে কাজিমিরো ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১০ সালে, সাও পাওলোর মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন; সাও পাওলোর হয়ে তিনি ৬২ ম্যাচে ৬টি গোল করেছেন। অতঃপর ২০১২–১৩ মৌসুমে রিয়াল মাদ্রিদ কাস্তিয়া এবং রিয়াল মাদ্রিদের হয়ে ধারে খেলার পর পরবর্তী মৌসুমে তিনি প্রায় ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ৩৩৬ ম্যাচে ৩১টি গোল করার পাশাপাশি সর্বমোট ১৮টি শিরোপা জয়লাভ করেছেন। ২০২২–২৩ মৌসুমে, তিনি প্রায় ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ হতে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেছেন।[৫][৬][৭]
২০০৯ সালে, কাজিমিরো ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬৯ ম্যাচে ৫টি গোল করেছেন। তিনি ব্রাজিলের হয়ে দুইটি ফিফা বিশ্বকাপ (২০১৮ এবং ২০২২) এবং চারটি কোপা আমেরিকায় (২০১৫, ২০১৬, ২০১৯ এবং ২০২১) অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০১৯ সালে তিতের অধীনে কোপা আমেরিকার শিরোপা জয়লাভ করেছেন।
ব্যক্তিগতভাবে, কাজিমিরো বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০২১ কোপা আমেরিকার সেরা একাদশে অন্তর্ভুক্তি অন্যতম।[৮]
২০১১ সালের ১৫ই সেপ্টেম্বর তারিখে, মাত্র ১৯ বছর ৬ মাস ২৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কাজিমিরো আর্জেন্টিনার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছেন।[১৬] উক্ত ম্যাচের ৮৮তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড়পাওলিনিয়োর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন;[১৭] ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছিল।[১৮] ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে কাজিমিরো মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৭ বছর ৯ মাস ৭ দিন পর, ব্রাজিলের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; ২০১৯ সালের ২২শে জুন তারিখে, পেরুর বিরুদ্ধে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন।[১৯][২০][২১] ২০১৭ সালের ৫ই অক্টোবর তারিখে, তিনি বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্রাজিলের হয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেন, ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছিল।[২২][২৩][২৪]
কাজিমিরো রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য তিতের অধীনে ঘোষিত ব্রাজিল দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পান।[২৫][২৬][২৭] ২০১৮ সালের ১৭ই জুন তারিখে, তিনি সুইজারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে ফিফা বিশ্বকাপে অভিষেক করেছেন।[২৮][২৯][৩০] উক্ত বিশ্বকাপে তিনি ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।[৩১]
২০২১ সালের ৮ই জুন তারিখে প্যারাগুয়েরআসুনসিওনেরদেফেন্সোরেস দেল চাকো স্টেডিয়ামে অনুষ্ঠিত প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে তিনি ব্রাজিলের জার্সি গায়ে তার ৫০তম ম্যাচ খেলেছেন, ম্যাচটি ব্রাজিল ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল, যেখানে তিনি পূর্ণ ৯০ মিনিট খেলার পাশাপাশি ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।[৩২][৩৩][৩৪]
↑"Casemiro signs for Manchester United"। ManUtd.com (সংবাদ বিজ্ঞপ্তি)। Manchester United। ২২ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২২।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑"Seleção Brasileira é convocada para Copa do Mundo" [Brazilian team called for World Cup]। CBF.com.br (পর্তুগিজ ভাষায়)। Brazilian Football Confederation। ১৪ মে ২০১৮। ১৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৮।