অধ্যাপক কাজী আবুল মনসুর | |
---|---|
জন্ম | ৪ মার্চ, ১৯১৮ |
মৃত্যু | ২০ ফেব্রুয়ারি, ১৯৯৬ |
সমাধি | ঢাকা |
নাগরিকত্ব | বাংলাদেশ |
মাতৃশিক্ষায়তন | কলকাতা মেডিক্যাল কলেজ |
প্রতিষ্ঠান | ঢাকা মেডিকেল কলেজ |
পরিচিতির কারণ | মনসুর মিডিয়া |
দাম্পত্য সঙ্গী | ড. কাজী আনোয়ারা মনসুর |
সন্তান | নাজমা করিম (কন্যা) শহিদুল আলম (পুত্র) |
আত্মীয় | কাজী সালাউদ্দিন (ভাতিজা) |
পুরস্কার | স্বাধীনতা পুরস্কার (১৯৯৬) |
অধ্যাপক ডা. কাজী আবুল মনসুর (৪ মার্চ ১৯১৮ - ২০ ফেব্রুয়ারি ১৯৯৬)[১] হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক ও অনুজীববিজ্ঞানী। জাতীয় জীবনে অনন্য সাধারণ অবদানের জন্য ১৯৯৬ সালে তাকে “চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।[২]
ডা. কাজী আবুল মনসুর ১৯১৮ সালের ৪ঠা মার্চ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৌলবি কাজী আব্দুর রশিদ। মাতা সৈয়দুন নেসা। শিক্ষাবিদ কাজী আনোয়ারা মনসুর তার স্ত্রী; আলোকচিত্রী শহিদুল আলম পুত্র এবং খ্যাতিমান ফুটবলার কাজী সালাউদ্দিন (বাফুফে—সভাপতি) তার ভাতিজা।
কাজী আবুল মনসুর কলকাতা মেডিকেল কলেজ থেকে ১৯৪৩ সালে স্বর্ণপদকসহ স্নাতক সম্পন্ন করেন।
তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যাপনা করেন দীর্ঘদিন। এছাড়া তিনি ১৯৬১ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত ইন্সটিটিউট অব পাবলিক হেলথের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্রের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
১৯৯৬ সালের ২০শে ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১৯৯৬ সালে বাংলাদেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”[৩][৪][৫] হিসাবে পরিচিত “স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয় তাকে।[২]
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
স্বাধীনতা দিবস পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য); ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)