পদক রেকর্ড | ||
---|---|---|
নারীদের কাবাডি | ||
এশিয়ান গেমস | ||
![]() |
গুয়াংঝো ২০১০ | দল |
![]() |
২০১৪ ইঞ্চিয়ন | দল |
কাজী শাহীন আরা (বাংলা: Kazi Shahin Ara) হলেন একজন বাংলাদেশী জাতীয় নারী কাবাডি খেলোয়াড় যিনি ২০১০ সালে চীনের গুয়াংঝোতে অনুষ্ঠিতব্য কাবাডি প্রতিযোগীতায় ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ দলের অন্যতম একজন খেলোয়াড় ছিলেন।[১][২][৩][৪]
২০১০ সালের চীনের গুয়াংঝোতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের মাধ্যমে বাংলাদেশের নারী কাবাডি খেলোয়াড়রা জাতীয় খেলা হিসেবে কাবাডির গ্রহণযোগ্য প্রমাণ করেছেন।[৫][৬] দলটি ব্রোঞ্জ পদক লাভ করে মহাদেশীয় বাংলাদেশের জন্য বিরল ঘটনা সৃষ্টি করে।[৭]