ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৫ জানুয়ারি ১৯৯৫ | ||
জন্ম স্থান | সাকুরা, জাপান | ||
উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইয়োকোহামা মারিনোস | ||
জার্সি নম্বর | ২ | ||
যুব পর্যায় | |||
ইয়াচিয়ো হাই স্কুল | |||
২০১৩–২০১৬ | হোসেই বিশ্ববিদ্যালয় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৯ | ভেগালতা সেন্দাই | ৭৬ | (২) |
২০২০– | কাশিমা অ্যান্টলার্স | ৩১ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:১৬, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
কাতসুয়া মাগাতো (জাপানি: 永戸 勝也, ইংরেজি: Katsuya Nagato; জন্ম: ১৫ জানুয়ারি ১৯৯৫) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব ইয়োকোহামা মারিনোসের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
কাতসুয়া মাগাতো ১৯৯৫ সালের ১৫ই জানুয়ারি তারিখে জাপানের সাকুরায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।