সংঘ | কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
কর্মীবৃন্দ | ||||||||||
অধিনায়ক | আয়েশা মোহাম্মদ | |||||||||
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||||||||||
আইসিসি মর্যাদা | সহযোগী সদস্য (২০১৭) অনুমোদনপ্রাপ্ত সদস্য (১৯৯৯) | |||||||||
আইসিসি অঞ্চল | এশিয়া | |||||||||
| ||||||||||
আন্তর্জাতিক ক্রিকেট | ||||||||||
প্রথম আন্তর্জাতিক | বনাম ভুটান (বন্দর কিনরারা, ৩ জুলাই ২০০৯) | |||||||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ||||||||||
প্রথম টি২০আই | বনাম ওমান (দোহা, ১৭ জানুয়ারি ২০২০) | |||||||||
সর্বশেষ টি২০আই | বনাম নেপাল (বাঙি, ৪ সেপ্টেম্বর ২০২৩) | |||||||||
| ||||||||||
২১ সেপ্টেম্বর ২০২৩ অনুযায়ী |
কাতার জাতীয় নারী ক্রিকেট দল নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে কাতারের প্রতিনিধিত্ব করে। দলটির দায়িত্বে আছে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন, যে সংস্থাটি ১৯৯৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সদস্য।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০০৯ এসিসি নারী টোয়েন্টি২০ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে কাতার প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয়। গ্রুপ পর্বে দলটি ইরানের বিপক্ষে একটি জয় লাভ করে। টুর্নামেন্টের ১১শ স্থান নির্ধারণী ম্যাচে কুয়েতকে পরাজিত করে কাতার একাদশ স্থান অর্জন করতে সক্ষম হয়। ২০১১ সালের আসরটি কাতারের পার্শ্ববর্তী কুয়েতে অনুষ্ঠিত হলেও কাতার তাতে অংশ নেয়নি। কিন্তু থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০১৩ সালের আসরে কাতার পুনরায় অংশগ্রহণ করে। ২০১৪ সালে অনুষ্ঠিত জিসিসি নারী টোয়েন্টি২০ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেও কাতার অংশগ্রহণ করে, যেখানে তারা সর্বশেষ স্থান অধিকার করে।
২০২০ সালে কাতার, ওমান ও কুয়েতের অংশগ্রহণে দোহায় অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজে কাতার দল প্রথমবারের মত আনুষ্ঠানিক টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচে অংশগ্রহণ করে।[৪] কাতারের প্রথম টি২০আই ম্যাচ ছিল ২০২০ সালের ১৭ জানুয়ারি ওমানের বিরুদ্ধে।
ব
|
||
ফিজা জাভেদ ৩৪* (৩৪)
নাহান আরিফ ১/১৬ (৪ ওভার) |
আয়েশা মোহাম্মদ ২৭* (২৩)
ভক্তি শেট্টি ২/১৫ (২ ওভার) |
২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বে কাতারের দলটি ছিল নিম্নরূপ:[৫]
আন্তর্জাতিক ম্যাচের সারসংক্ষেপ — কাতার[৬]
২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
খেলার রেকর্ড | ||||||
ফরম্যাট | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | প্রথম ম্যাচ |
---|---|---|---|---|---|---|
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ২৭ | ৫ | ২২ | ০ | ০ | ১৭ জানুয়ারি ২০২০ |
কাতারের হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ রান[১০]
|
কাতারের হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট[১১]
|
অন্যান্য দলের বিরুদ্ধে টি২০আই পরিসংখ্যান[৬]
টি২০আই #১৬৬৬ পর্যন্ত সঠিক পরিসংখ্যান। ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
প্রতিপক্ষ | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | প্রথম ম্যাচ | প্রথম জয় |
---|---|---|---|---|---|---|---|
সহযোগী সদস্যের বিরুদ্ধে | |||||||
উগান্ডা | ২ | ০ | ২ | ০ | ০ | ১৪ ডিসেম্বর ২০২২ | |
ওমান | ৪ | ১ | ৩ | ০ | ০ | ১৭ জানুয়ারি ২০২০ | ১৯ জুন ২০২২ |
কুয়েত | ৩ | ১ | ২ | ০ | ০ | ১৭ জানুয়ারি ২০২০ | ১৭ জানুয়ারি ২০২০ |
কেনিয়া | ২ | ০ | ২ | ০ | ০ | ১৫ ডিসেম্বর ২০২২ | |
তানজানিয়া | ৩ | ০ | ৩ | ০ | ০ | ১৪ ডিসেম্বর ২০২২ | |
নেপাল | ৪ | ০ | ৪ | ০ | ০ | ১৬ নভেম্বর ২০২১ | |
বাহরাইন | ২ | ১ | ১ | ০ | ০ | ২১ মার্চ ২০২২ | ২১ মার্চ ২০২২ |
ভুটান | ১ | ০ | ১ | ০ | ০ | ১ সেপ্টেম্বর ২০২৩ | |
মালয়েশিয়া | ১ | ০ | ১ | ০ | ০ | ১৮ জুন ২০২২ | |
সংযুক্ত আরব আমিরাত | ৩ | ০ | ৩ | ০ | ০ | ২০ মার্চ ২০২২ | |
সিঙ্গাপুর | ১ | ১ | ০ | ০ | ০ | ২১ জুন ২০২২ | ২১ জুন ২০২২ |
সৌদি আরব | ১ | ১ | ০ | ০ | ০ | ২৫ মার্চ ২০২২ | ২৫ মার্চ ২০২২ |