এএফসি | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৬০[১] |
সদর দপ্তর | দোহা, কাতার |
ফিফা অধিভুক্তি | ১৯৭২[১] |
এএফসি অধিভুক্তি | ১৯৭৪[২] |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | ![]() |
ওয়েবসাইট | www |
কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (আরবি: الاتحاد القطري لكرة القدم, ইংরেজি: Qatar Football Association; এছাড়াও সংক্ষেপে কিউএফএ নামে পরিচিত) হচ্ছে কাতারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৪ বছর পর ১৯৭৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কাতারের রাজধানী দোহায় অবস্থিত।
এই সংস্থাটি কাতারের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কাতার স্টার্স লীগ, কাতারি দ্বিতীয় বিভাগ এবং এমির অফ কাতার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন হামাদ বিন খলিফা আল থানি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মন্সুর আল আনসারি।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | হামাদ বিন খলিফা আল থানি |
সহ-সভাপতি | সাউদ আল মোহান্নাদি |
সাধারণ সম্পাদক | মন্সুর আল আনসারি |
কোষাধ্যক্ষ | আহমেদ আল-বুয়াইনাইন |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | আলি আল সালাত |
প্রযুক্তিগত পরিচালক | ফাহাদ আল জাররা |
ফুটসাল সমন্বয়কারী | হামাদ আল মান্নাই |
জাতীয় দলের কোচ (পুরুষ) | ফেলিক্স সানচেস |
জাতীয় দলের কোচ (নারী) | |
রেফারি সমন্বয়কারী | হানি তালেব আল রাইসি |