কাতারে কোভিড-১৯ মহামারীর প্রথম নিশ্চিত রোগী শনাক্ত হয় ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২৮ মে ২০২০ পর্যন্ত কাতার হচ্ছে আরব বিশ্বের দ্বিতীয় সর্বাধিক নিশ্চিতকৃত আক্রান্তের দেশ যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫২,৯০৭ ও বিশ্বের জনসংখ্যার হারের ভিত্তিতে প্রতি ১০০,০০০ নাগরিকের মধ্যে সর্বাধিক আক্রান্ত। যেখানে শতকরা ১% নাগরিক মহামারীতে আক্রান্ত। সর্বমোট সুস্থ্য রোগী হচ্ছে ২০,৬০৪ ও মৃতের সংখ্যা ৩৬। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে সর্বমোট ২,১২,৮৯৭ জনের।[১]
১২ জানুয়ারি ২০২০, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করে যে, নোভেল করোনাভাইরাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি অংশের শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিয়েছিল, যা ৩১ ডিসেম্বর ২০১৯ এ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করা হয়েছিল।[২][৩]
কোভিড-১৯ এর কারণে মৃত্যুর হার সার্স ২০০৩-এর চেয়ে অনেক কম,[৪][৫] কিন্তু এর সংক্রমণের মাত্রা অত্যধিক, যা উল্লেখযোগ্যভাবে মৃত্যুর হারকে প্রভাবিত করে।[৪][৬]
কাতারে প্রথম করোনাভাইরাসের (কোভিড-১৯) রোগী শনাক্ত হয় ২৯ ফেব্রুয়ারি। রোগীটি ছিলেন একজন যাত্রী, যিনি কাতার এয়ারওয়েজ এর ফ্লাইটে ইরান থেকে কাতার আসেন।
[৭]
১১ মার্চ ২০২০, কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করে যে, একই দিনে ২৩৮ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যার ফলে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে পৌছে ২৬২তে।[১০]
১৩ মার্চ ২০২০, কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয় ৫৮ জন নতুন করে করোনায় আক্রান্তের কথা ঘোষণা করে এবং দেশে সর্বমোট করোনা রোগীর সংখ্যা দাড়ায় ৩২০। একই দিনে কাতার এয়ারওয়েজ-এর সিইও আকবর আল বাকের এক বিতর্কিত আলোড়ন তৈরি করে যে, বৈজ্ঞানিকভাবে কোন প্রমাণ তৈরি হয়নি যে, ইনকিউবেশনে থাকাকালীন সময়ে করোনা ভাইরাস সংক্রমিত হয়।[১১]
১৪ মার্চ ২০২০, কাতার গণস্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে যে, কাতারে ১৭টি নতুন করে করোনায় আক্রান্ত হিসাবে পাওয়া গেছে। কাতার তাদের দেশে ভ্রমণ নিষেধাজ্ঞাকে সম্প্রসারিত করে আরো তিনটি দেশের নাম সংযুক্ত করে: জার্মানি, স্পেন ও ফ্রান্স। ১৬ মার্চ ২০২০ তারিখ গণস্বাস্থ্য মন্ত্রণায় সংবাদ বিবৃতিতে পূর্বে আক্রান্তদের মধ্য থেকে চার জন সুস্থ্য হয়ে ফিরেছে এবং ১৯ মার্চ আরো আটটি নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। ফলে কাতারে আন্ত্রান্তের সংখ্যা গিয়ে দাড়াল ৪৬০, নতুন আক্রান্তদের মধ্যে দুই জন কাতারি এবং বাকীরা হচ্ছে অভিবাসি শ্রমিক। অধিকাংশ কেসগুলোই অভিবাসি শ্রমিকদের সাথে সম্পর্কিত, যদি সরকারিভাবে জাতীয়তা উল্লেখ করা হয়নি। ২০২২ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি চলছে নির্ধারিত সূচী অনুযায়ী।[১২]
পরের দিন ২০ মার্চ দশটি নতুন করোনাভাইরাস রোগী রিপোর্ট করা হলে মোট সংখ্যাটি দাড়ায় ৪৭০।[১৩] ২১ মার্চ আরোও ১১টি নতুন কেস শনাক্ত হলে সর্বমোট সংখ্যা গিয়ে পৌছে ৪৮১তে।[১৪] কাতার পৌরসভা ও পরিবেশ মন্ত্রণালয়, করোনা ভাইরাসের বিস্তারকে ঠেকাতে সকল বিনোদন পার্ক ও গণ সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করে।[১৫]
২২ মার্চ জনস্বাস্থ্য মন্ত্রণালয়, কোভিড-১৯ এ আক্রান্ত আরো ১৩জন রোগীর কথা ঘোষণা করে এবং একই সাথে ছয়জন রোগী সুস্থ্য হওয়ার কথাও জানায়, ফলে সুস্থ্য হওয়া রোগীর সংখ্যা দাড়ায় ৩৩।[১৬]
২৩ মার্চ, জনস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর বিস্তার রোধ করে কাতারের পাশে দাড়ানোর জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের ঘোষণা করে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সুপ্রীম কমিটির পদাধিকারী ললোয়া রশিদ আল খাতের বলেন: "করোনা ভাইরাসের অবাধ বিস্তারকে রোধ করে কাতারের স্বাস্থ্য খাতকে সহায়তা করতে আমরা স্বেচ্ছাসেবক খুজছি। এই দুর্যোগের সময়ে কাতারের সরকারী ও বেসরকারী খাতকে রক্ষা করতে আমাদের সকলকে একই সমাজের একই দলের হয়ে এগিয়ে আসা উচিত।"”[১৭] একই দিনে শিল্প ও বাণিজ্য মন্ত্রণায় এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে যে, সকল রেষ্টুরেন্ট, ক্যাফে, ফুড আউটলেট এবং খাদ্য বহনকারী যানবাহন, স্পোর্টস ক্লাব, লুসাইল মেরিনা, ফুড ট্রাকস এলাকা, দোহা করনিছ, আল খর করনিছ এবং এস্পায়ার পার্ক পরবর্তী নির্দেশ দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।[১৮]
জনস্বাস্থ্য মন্ত্রণালয় একই দিনে ৭জন নতুন করোনা শনাক্তের ও চারজন সুস্থ হওয়ার কথা ঘোষণা করে। নতুন শনাক্ত কেসগুলো সদ্য সফর করে কাতারে প্রবেশ করেছেন এবং কিছু বিদেশী শ্রমিক, যার মধ্যে দুইজন কাতারী নাগরিকও বিদ্যমান।[১৯]
১ এপ্রিল, Tজনস্বাস্থ্য মন্ত্রণালয় করোনভাইরাস (কোভিড-১৯) এর নতুন ৫৪টি নিশ্চিত কেস এবং আরও ৯ জন রোগী ভাইরাস থেকে উদ্ধার হওয়া ঘোষণা করেছে যা কাতারে পুনরুদ্ধারের মোট সংখ্যা ৭১ এ পৌঁছেছে।[২০]
২ এপ্রিল, জনস্বাস্থ্য মন্ত্রণালয় করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগের ১১৪ টি নতুন নিশ্চিত রোগীর নিবন্ধকরণ এবং কাতারে কোভিড-১৯-এর কারণে তৃতীয় মৃত্যুর ঘোষণার পাশাপাশি একজন রোগীর পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে।[২১]
৩ এপ্রিল, জনস্বাস্থ্য মন্ত্রণালয় করোনভাইরাস (কোভিড-১৯) রোগের ১২৬ টি নতুন নিশ্চিত রোগীর নিবন্ধকরণ এবং কাতারে ২১ জন রোগীর পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে।[২২]
৪ এপ্রিল, জনস্বাস্থ্য মন্ত্রণালয় করোনভাইরাস (কোভিড-১৯) এর ২৫০ টি নতুন নিশ্চিত হওয়া মামলার নিবন্ধকরণের ঘোষণা দিয়েছে এবং বলেছে যে কোভিড-১৯ থেকে আরও ১৬ জন পুনরুদ্ধার করেছে, কাতারে মোট সুস্থ রোগীর সংখ্যা ১০৯ হয়েছে।[২৩]
৫ এপ্রিল,কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয় ২৭৯ টি নতুন নিশ্চিত হওয়া মামলা নিবন্ধকরণ এবং ১৪ টি রোগী পুনরুদ্ধারের সাথে একজন করোনা রোগীর মৃত্যু ঘোষণা করে। নিহত রোগী ৩ মার্চ থেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।[২৪]
৬ এপ্রিল, ২২৮জন নতুন করোনা রোগী নিবন্ধিত সহ ৮জন সেরে উঠার কথা ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।[২৫]
৭ এপ্রিল, একজন ৭৪ বছর বয়সী বাসিন্দা এবং ৫৯ বছর বয়সী বাসিন্দা - উভয়েই দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন যারা ৭ এপ্রিল কোভিড-১৯ এ মারা যান এবং কাতারে মৃত্যুর সংখ্যা ৬ এ উন্নীত হয়। এছাড়াও, আরও ২২৫ টি নতুন কোভিড-১৯ রোগী নিবন্ধকরণের পাশাপাশি ১৯ জন রোগীর সুস্থতার কথা ঘোষণা করা হয়। ফলে দেশটিত মোট ২০৫৭টি নিশ্চিত কেস এবং ১৫০ টি পুনরুদ্ধার হয়েছে।[২৬]
৮ এপ্রিল, জনস্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহযোগিতা দুটি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করবে, একটি উম্মে সালাল এবং একটি ঘারাফাত আল রায়য়ান, যেখানে কোভিড-১৯ রোগীদের স্ক্রিনিং, পরীক্ষা এবং চিহ্নিত রোগীদের সঙ্গনিরোধ করার কাজ করবে। এছাড়া আরও ১৫৩ জন কোভিড-১৯ ইতিবাচক নিবন্ধিতসহ ২৮টি কেস পুনরুদ্ধারের ঘোষণা করা হয়।[২৭]
৯ এপ্রিল, কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয় ১৬৬টি নতুন কোভিড-১৯ মামলা নিবন্ধকরণ ও ২৮জন রোগী সুস্থ হওয়ার ঘোষণা করে।[২৮]
১০ এপ্রিল, কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয় ১৩৬টি নতুন কোভিড-১৯ মামলা নিবন্ধকরণ ও ২১জন রোগী সুস্থ হওয়ার ঘোষণা করে।[২৯] সুপ্রীম কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ঘোষণা করে যে, করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করতে একটি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আসছে অতি শীঘ্রই।[৩০]
১ মে, কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় দুটি মৃত্যু, ৬৪ জন রোগী সুস্থ এবং নতুন করে ৬৮৭ জনের নতুন করে করোনায় আক্রান্তের বিষয়ে নিশ্চিত ঘোষণা দেয়।[৩১][৩২]
২ মে, ৭৭৬ জন নতুন কোভিড-১৯ এ আক্রান্ত রোগীকে হাসপাতালে নথিভুক্ত করে কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে ৯৮জন রোগী সুস্থ হওয়ার খবরও নিশ্চিত করে মন্ত্রণালয়।[৩৩]
৩ মে, কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মূখপাত্র কোভিড-১৯ এর ৬৭৯টি নতুন নিশ্চিত রোগীর নিবন্ধকরণ এবং আরও ১৩০ জন রোগীর সুস্থ হওয়ার ঘোষণা দিয়েছে।[৩৪]
৪ মে, জনস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর নতুন ৬৪০ টি নতুন কেস নিবন্ধকরণ এবং কাতারে আরও ১৪৬টি রোগীর পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে।[৩৫]
৫ মে, কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর নতুন ৯১১ টি নিশ্চিত রোগী নিবন্ধকরণ এবং আরও ১১৪ জনকে রোগ থেকে পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে।[৩৬]
৬ মে, জনস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর ৮৩০ টি নতুন নিশ্চিত রোগীর নিবন্ধকরণ সহ আরও ১৪৬ জন রোগীকে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ফিরেছে জানিয়ে ঘোষণা দিয়েছে।[৩৭]
৭ মে, জনস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর ৯১৮ টি নতুন নিশ্চিত রোগীর নিবন্ধকরণ সহ আরও ২১৬ জন রোগীকে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ফিরেছে জানিয়ে ঘোষণা দিয়েছে।[৩৮]
৮ মে, কাতারে ১,৩১১ টি নতুন নিশ্চিত রোগী এবং আরও ৮৪ জন রোগী সুস্থ নিয়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর আক্রান্তের সংখ্যা ২০,০০০ ছাড়িয়েছে।[৩৯]
৯ মে, কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর ১,১৩০ টি নতুন আক্রান্ত মামলার নথিভুক্তকরণ এবং কাতারে আরও ১২৯ জন রোগীর পুনরুদ্ধারের পাশাপাশি ১ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর ঘোষণা দিয়েছে।[৪০]
১০ মে, স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর নতুন ১,১৮৯ টি রোগীর নিবন্ধকরণ এবং আরও ২৫৪ জন রোগীর পুনরুদ্ধারের পাশাপাশি ১ জন কোভিডি-১৯ রোগীর মৃত্যুর ঘোষণা দিয়েছে।.[৪১]
১১ মে, কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর নতুন ১১৩৩ টি রোগী নিবন্ধকরণ এবং আরও ৮৭ জন রোগীর সুস্থতার ঘোষণা দিয়েছে।[৪২]
১২ মে, কাতার গণস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর নতুন ১৫২৬টি রোগী নিবন্ধকরণ এবং আরও ১৭৯ জন রোগীর সুস্থতার ঘোষণা দেয়।[৪৩]
১৩ মে, কাতার গণস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর নতুন ১৩৯০টি রোগী নিবন্ধকরণ এবং আরও ১২৪ জন রোগীর সুস্থ হওয়ার ঘোষণা দেয়।[৪৪]
১৪ মে, কাতার গণস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর নতুন ১৭৩৩টি রোগী নিবন্ধকরণ এবং আরও ২১৩ জন রোগীর সুস্থ হওয়ার ঘোষণা দেয়।[৪৫]
১৫ মে, কাতার গণস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর নতুন ১১৫৩টি রোগী নিবন্ধকরণ এবং আরও ১৯০ জন রোগীর সুস্থ হওয়ার ঘোষণা দেয়।[৪৬]
১৬ মে, ১,৫৪৭ টি নতুন নিশ্চিত রোগী এবং আরও ২৪২ জন রোগী সুস্থতার পাশাপাশি একজন কোভিড-১৯ রোগীর মৃত্যুর ঘোষণা সহ কাতারে করোনাভাইরাস (কোভিড-১৯) এর আক্রান্তের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়ে যায়।[৪৭]
১৭ মে, কাতার গণস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর নতুন ১,৬৩২টি রোগী নিবন্ধকরণ এবং আরও ৫৮২ জন রোগীর সুস্থ হওয়ার ঘোষণা দেয়।[৪৮]
১৮ মে, কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর নতুন নিশ্চিত হওয়া ১,৩৬৫ টি রোগী নিবন্ধকরণসহ আরও ৫২৯ জন রোগীর সুস্থতার ঘোষণা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে বিদ্যালয়গুলি ১ সেপ্টেম্বর ২০২০-এ খোলা হবে এবং ১ম থেকে ১২শ শ্রেণীর পূর্ববর্তী শিক্ষাবর্ষের পুনঃমূল্যায়ণ পরীক্ষাগুলো ২৩ আগস্ট,২০২০ থেকে ৩১ আগস্ট, ২০২০ পর্যন্ত পরিচালিত হবে।[৪৯][৫০]
১৯ মে, কাতার গণস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর নতুন ১,৬৩৭টি রোগী নিবন্ধকরণ এবং আরও ৭৩৫ জন রোগীর সুস্থ হওয়ার ঘোষণা দেয়।[৫১]
২০ মে, কাতার গণস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এর নতুন ১,৪৯১টি রোগী নিবন্ধকরণ এবং আরও ৯৬৬ জন রোগীর সুস্থ হওয়ার ঘোষণা দেয়।[৫২]
২১ মে, কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এ আক্রান্ত ১,৫৫৪ নতুন নথিভুক্ত কেস ও ৬৮৮জন রোগী সুস্থ হওয়ার কথা ঘোষণা করে। [৫৩]
২২ মে, কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণায়, ১,৮৩০ জন নতুন রোগী ভর্তি সহ কাতারে কোভিড-১৯ এর রোগীর সংখ্যা ৪০,০০০ অতিক্রম করেছে। অপরদিকে ৬০৫ জন রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এবং দুইটি রোগীর মৃত্যুর কথাও জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।[৫৪]
২৩ মে, কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয়, ১,৭৩২ জন নতুন কোভিড-১৯ রোগীর রেজিষ্ট্রেশন ও ৬২০জন রোগী সুস্থ হওয়ার কথা ঘোষণা করে, সেই সাথে নতুন করে দুইজন রোগীর মৃত্যুর কথাও জানানো হয় মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে। ফলে দেশটিতে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা এ পর্যন্ত ৮,৫১৩ এবং মৃতের সংখ্যা ২১ এ পৌছল।[৫৫]
২৪ মে, কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয়, নিশ্চিতভাবে কোভিড-১৯-এ আক্রান্ত ১৫০১ জনকে শনাক্ত করেছে, এবং বিগত ২৪ ঘণ্টায় ৫৬৭জন রোগী সুস্থ্য হয়েছে, যার সংখ্যাটি দাড়িয়েছে বর্তমানে ৯১৭০ এ। মন্ত্রণালয়ের রিপোর্টে দুটি নতুন কোভিড রোগীর মৃত্যুর কথাও ঘোষণা করা হয়।[৫৬]
২৫ মে, কোভিড-১৯ এ আক্রান্ত নতুন ১৭৫১ জন রোগী শনাক্ত করা হয়, সেই সাথে ১১৯৩ জন রোগী সুস্থ হয়ে ফিরেন। এ পর্যন্ত মোট ১০৩৬৩ জন রোগী সুস্থ হয়েছেন। ভাইরাসে আক্রান্ত ৩ জন রোগীর মৃত্যুর কথাও প্রকাশ করা হয় মন্ত্রণালয়ের রিপোর্টে।[৫৭]
২৬ মে, ২৪ ঘণ্টায় মোট ৩৯২৭ জনের নমুনা পরীক্ষা করে ১৭৪২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়, ২ জনের মৃত্যু ও ১৪৮১ জনের সুস্থ হওয়ার খবরও প্রকাশ করা হয় মন্ত্রণালয়ের নিজস্ব পোর্টালে।[৫৮]
২৭ মে, গত ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে ৪৭৬৯টি নমুনা সংগ্রহ করে এবং ১৭৪০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়। এছাড়াও ১৪৩৯ জন নতুন সুস্থ হওয়া রোগী নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩,২৮৩ জন এবং দুটি নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ায় ৩০। ১২জনকে নতুন করে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়, ফলে মোট ২০৩ জন রোগী ঝুকিপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন। [৫৯]
২৮ মে, কাতার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ২৪ ঘণ্টায় ৫৮৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৯৬৭ জনের কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। ফলে দেশের মোট কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ায় ৫০,৯১৪। একই সাথে ২১১৬ জন রোগীকে সুস্থ হিসাবে ছাড়পত্র দেয়ায় মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়ায় ১৫,৩৯৯। নতুন করে ৩ জনের মৃত্যু নিয়ে দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যায় মোট ৩৩ জন।[৬০]