কাতেরিনা লাগনো | |
---|---|
পূর্ণ নাম | কাতেরিনা আলেকসান্দ্রিভনা লাগনো Катерина Олександрівна Лагно |
দেশ | রাশিয়া |
জন্ম | লভিভ, সোভিয়েত ইউনিয়ন | ডিসেম্বর ২৭, ১৯৮৯
খেতাব | গ্র্যান্ডমাস্টার মহিলা গ্র্যান্ডমাস্টার |
ফিদে রেটিং | (ফিদে বিশ্ব র্যাঙ্কিংয়ে নভেম্বর, ২০১২ পর্যন্ত ৭নং) |
সর্বোচ্চ রেটিং | ২৫৫৭ (জানুয়ারি ২০১২) |
কাতেরিনা ওলেকসান্দ্রিভনা লাগনো (ইউক্রেনীয়: Катерина Олександрівна Лагно, রুশ: Екатерина Александровна Лагно; জন্ম: ২৭ ডিসেম্বর, ১৯৮৯) ইউক্রেনের মহিলা দাবা খেলোয়াড়। ২০১৪ সালে তিনি রুশ নাগরিকত্ব লাভ করেন।[১] মাত্র ১২ বছর ৪ মাস বয়সে ফিদে কর্তৃক মহিলা গ্র্যান্ডমাস্টার পদবী লাভ করে। এরফলে জুডিট পোলগারের সর্বকনিষ্ঠ মহিলা দাবারুর রেকর্ড ভঙ্গ করেন। বর্তমানে তিনি পূর্ণাঙ্গ গ্র্যান্ডমাস্টার।[২] এলভিভে জন্মগ্রহণকারী কাতেরিনা লাগনো শিল্প এলাকা ও দাবা-বান্ধব পরিবেশে ক্রামাতোর্স্ক শহরে বড় হন। পরবর্তীকালে দোনিয়েতস্ক শহরে ঠিকানা বদল করেন।
লাগনো ২০০৪ সালের মহিলাদের বিশ্ব দাবা শিরোপা প্রতিযোগিতায় ৬৪-খেলোয়াড়ভিত্তিক নক-আউট প্রতিযোগিতায় ৫ম শীর্ষ বাছাই খেলোয়াড় ছিলেন। ১৫ বছর বয়সে জুন, ২০০৫ সালে মলদোভা’র চিজিনাও এলাকায় অনুষ্ঠিত ইউরোপীয় ব্যক্তিগত মহিলা চ্যাম্পিয়নশীপের শিরোপা তিনি জয় করেন। ১২শ রাউন্ড শেষে রুশ আন্তর্জাতিক মাস্টার নাদেঝদা কোসিন্তসেভার সাথে ৯ পয়েন্ট নিয়ে টাই হলে দুই খেলার স্থান নির্ধারণীতে চ্যাম্পিয়নশীপ জয় করেন লাগনো। ২০০৬ সালে চতুর্থ নর্থ উরালস কাপ জয় করলে গ্র্যান্ডমাস্টার নর্ম প্রক্রিয়ায় অগ্রসর হন। মে, ২০০৮ সালে লাগনো প্লভদিভ শহরে অনুষ্ঠিত ১১-রাউন্ডের উন্মুক্ত প্রতিযোগিতা ইউরোপীয় ব্যক্তিগত মহিলা দাবা চ্যাম্পিয়নশীপ পুনরায় জয় করেন।[৩]
২৫ ফেব্রুয়ারি, ২০০৯ তারিখে ফরাসি দাবা গ্র্যান্ডমাস্টার ও টেলিভিশন প্রতিবেদক রবার্ট ফন্তেইনের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন।[৪] একই বছর স্পার্তাক ক্লাবে প্রতিনিধিত্ব করে রুশ টিম চ্যাম্পিয়ন হন। তারপর ওহরিদে ইউরোপীয় টিম চ্যাম্পিয়নশীপ জয় করেন। আগস্ট, ২০১০ সালে বিশ্ব মহিলা ব্লিৎজ চ্যাম্পিয়ন হন। ২০১২ সালে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ৪০তম দাবা অলিম্পিয়াডে তিনি ব্যক্তিগতভাবে ব্রোঞ্জ পদক পান।
২০১৪ সালে মহিলাদের বিশ্ব দ্রুতগতির দাবা শিরোপা প্রতিযোগিতায় আলেকজান্দ্রা কোস্তেনিউকের সাথে টাই-ব্রেকের মাধ্যমে শিরোপা লাভ করেন।[৫] ১১ জুলাই, ২০১৪ তারিখে আন্তর্জাতিক দাবা সংস্থা মার্চ, ২০১৪ সালে আবেদনকৃত ইউক্রেনীয় দাবা সংস্থা থেকে রুশ দাবা সংস্থায় তার অংশগ্রহণের বিষয়টি অনুমোদন করে।[১]