কাদুবা

কাদুবা
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
കടുവ
পরিচালকশাজি কৈলাশ
প্রযোজকসুপ্রিয়া মেনন
লিস্টিন স্টিফেন
রচয়িতাজিনু ভি আব্রাহাম
শ্রেষ্ঠাংশেপৃথ্বীরাজ সুকুমারন
বিবেক ওবেরয়
সংযুক্তা মেনন
কলাভবন শাজন
সুরকারজেকস বেজয়
চিত্রগ্রাহকঅবিনন্দন রামানুজম
সম্পাদকশমীর মুহাম্মদ
প্রযোজনা
কোম্পানি
পৃথ্বীরাজ প্রোডাকশন
ম্যাজিক ফ্রেম
পরিবেশকম্যাজিক ফ্রেম
মুক্তি
  • ৭ জুলাই ২০২৩ (2023-07-07)
স্থিতিকাল১৫৪ মিনিট
দেশভারত
ভাষামালয়ালম
নির্মাণব্যয়₹ ৫০ কোটি

কাদুবা জিনু ভি আব্রাহাম রচিত এবং শাজি কৈলাশ পরিচালিত ২০২২ সালের মালয়ালাম ভাষার মসলা চলচ্চিত্র। বিবেক ওবেরয়সংযুক্তা মেননের সাথে কাদুবা চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। পৃথ্বীরাজ প্রোডাকশনের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন সুপ্রিয়া মেনন এবং ম্যাজিক ফ্রেমের মালিক লিস্টিন স্টিফেন। ছবিটির সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন জেকস বেজয়।[][]

অভিনয়ে

[সম্পাদনা]
  • কাদুবাকুনেল কুরিয়ান কোরুথু / কাদুবাকুনেল কুরিয়াচান (কাদুবা) চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন
  • আইজি জোসেফ চান্ডি আই পি এস চরিত্রে বিবেক ওবেরয় / ওসেপ্পুকুট্টি (ভিনেথের ভয়েস-ওভার)
  • কুরিয়াচানের স্ত্রী, এলসা কুরিয়ান চরিত্রে সংযুক্তা মেনন
  • ভিক্টর চরিত্রে অর্জুন অশোকন, কুরিয়াচানের প্রতিবেশী
  • ভার্কি চরিত্রে আলেন্সিয়ার লে লোপেজ, কুরিয়াচানের পরামর্শদাতা
  • কুরিয়াচানের বন্ধু অ্যাডভোকেট কোরা চরিত্রে বৈজু সন্তোষ
  • এসআই ডমিনিক বেঞ্জামিন চরিত্রে কলাভবন শাজন
  • এফআর রবিন পুওমপারা চরিত্রে রাহুল মাধব
  • কেরালার মুখ্যমন্ত্রী অনন্তনাথন হিসেবে জনার্ধনন
  • এফআর ভাত্তাসেরি চরিত্রে ইনোসেন্ট
  • কেরালার নতুন মুখ্যমন্ত্রী কুঞ্জি থম্মনের চরিত্রে সুরেশ কৃষ্ণ (ক্যামিও উপস্থিতি)
  • থেরুথি চেদাথি, জোসেফ এবং এলসার মা চরিত্রে সীমা (কন্ঠ দিয়েছেন মল্লিকা সুকুমারন)
  • থাঙ্কাম জোসেফ, জোসেফের স্ত্রীর চরিত্রে প্রিয়াঙ্কা নায়ার
  • কুরিয়াচানের ছেলে চাকো কুরিয়ান চরিত্রে আরিশ অনুপ
  • টেসা কুরিয়ান চরিত্রে অ্যাঞ্জেলিনা আব্রাহাম, কুরিয়াচানের বড় মেয়ে
  • টিনি কুরিয়ান/কুঞ্জুমল চরিত্রে বৃদ্ধি বিশাল, কুরিয়াচানের কনিষ্ঠ কন্যা
  • এসআই মনমাধন চরিত্রে নান্ধু
  • রাজস্ব মন্ত্রী থমাস পুওমপাড়া হিসেবে শিবাজি গুরুভায়ুর
  • সিআই রাজীবন চরিত্রে বিজয়কুমার
  • মালাম সানির চরিত্রে অনিশ জি মেনন
  • মাথাই চরিত্রে সুধীশ
  • বিশপ, থামরাসেরি চরিত্রে ভি কে শ্রীরামন
  • বশীর চরিত্রে সুধীর করমানা, জেল সুপার, কোট্টায়াম
  • এএসআই চরিত্রে জন কাইপ্পালিল
  • এফআর গ্যাব্রিয়েল (করিয়াত্তিলাচান) চরিত্রে কোট্টায়াম রমেশ
  • চাউরো চেত্তান চরিত্রে চালি পালা
  • শঙ্করণ চরিত্রে সাজু নবোদয়, বন্দী
  • জেলের ওয়ার্ডেন চন্দ্রনের চরিত্রে বালাজি শর্মা
  • বিশপের চরিত্রে জয় ম্যাথিউ, কোট্টায়াম
  • ডমিনিকের বাবা বেঞ্জামিন চরিত্রে আবু সেলিম
  • জেইসে হোসে 'অ্যানালি' আন্তো, একজন বন্দীর চরিত্রে
  • মেরি চরিত্রে মালবিকা মেনন
  • রাজেশ হেব্বার চরিত্রে ড. পলাচান
  • সোফিয়া সুলতানের চরিত্রে রম্যা পানিকার
  • বিচারক হিসেবে রেঞ্জি পানিকার (কন্ঠ দিয়েছেন)
  • সিসিলি চরিত্রে গৌরি, ভিক্টরের বোন
  • ভিক্টরের মা, মারিয়াকুট্টি চরিত্রে জলি চিরায়থ
  • বেনির চরিত্রে বিজেশ অবনূর
  • কুরিয়াচানের বাবা, কাদুভাক্কুনেল কোরুথু মাপিলা চরিত্রে মামুটি (ফটো আর্কাইভ)
  • জোসেফের বাবা, করিনকান্দাথিল চান্দিচান চরিত্রে এনএফ ভার্গিস (ফটো আর্কাইভ)

সংগীত

[সম্পাদনা]

সঙ্গীত পরিচালক থামনের মালায়ালম ভাষায় অভিষেকের সাথে ছবিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি কোনো কারনে প্রজেক্ট ছেড়ে চলে যান। পরে ছবির সঙ্গীত তৈরি করেন জেকস বেজয়।[]

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারশিল্পীদৈর্ঘ্য
১."পালবর্ণ কুথিরামেল"সন্তোষ ভার্মাজেকস বেজয়, লিবিন স্কারিয়া, মিধুন সুরেশ, শ্বেতা অশোক৪:১৯
২."পালাপ্পল্লি"সন্তোষ ভার্মা, শ্রীহরি থারাইলঅতুল নারুকার৪:৩৫
৩."কুদমত্তম পাল্লি"সন্তোষ ভার্মাবিজয় যেশুদাস, শ্বেতা অশোক, সচিন রাজ৩:০৩
মোট দৈর্ঘ্য:১১:৫৭

মুক্তি

[সম্পাদনা]

নাট্য

[সম্পাদনা]

কাডুভা ৭ জুলাই ২০২২-এ মুক্তি পায়। এছাড়াও, ছবিটি তামিল, কন্নড়, হিন্দি এবং তেলেগু ভাষায় ডাব করা সংস্করণে মুক্তি পাবে।[] এটি প্রাথমিকভাবে ৩০ জুন ২০২২-এ একটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত ছিল। দলটি বেঙ্গালুরু এবং চেন্নাইতে একটি ইভেন্টে ছবিটির প্রচার করেছিল ।[]

হোম মিডিয়া

[সম্পাদনা]

ফিল্মটির ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব অ্যামাজন প্রাইম ভিডিও এবং হিন্দি সংস্করণ ডিজনি+ হটস্টার দ্বারা অধিগ্রহণ করা হয়েছে । ফিল্মটি ৪ আগস্ট ২০২২ থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে ডিজিটালি স্ট্রিম করা হয়েছিল ।[] ফিল্মটির স্যাটেলাইট স্বত্ব সূর্য টিভির কাছে বিক্রি করা হয়েছিল ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kaduva : A retro style mass masala flick with exhilarating actions and slick making."PINKVILLA (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৪ 
  2. "Confirmed! Vivek Oberoi and Samyuktha Menon are part of 'Kaduva' cast - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৪ 
  3. https://www.news18.com/news/movies/prithviraj-sukumaran-starrer-kaduvas-first-lyrical-video-released-5412907.html
  4. "Prithviraj Sukumaran's Kaduva To Hit Theatres in 5 Languages"News18 (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-২১। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২০ 
  5. "Would love to do Kannada cinema: Prithviraj says at Kaduva promotional event in Bengaluru"The Times of India। ২০২২-০৬-২৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২০ 
  6. "Prithviraj Sukumaran's Kaduva to release on Prime Video on August 4"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]