লেখক | আলি ইবনে আবদুল মালিক আল-হিন্দি |
---|---|
মূল শিরোনাম | كنز العمال في سنن الأقوال والأفعال |
ধরন | হাদিস সংকলন |
হাদিথ |
---|
বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখিত |
|
কানজুল উম্মাল একটি সুপরিচিত হাদিস গ্রন্থের নাম। পূর্ণ নাম কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল (আরবি: كنز العمال في سنن الأقوال والأفعال, ইংরেজি:Kanzul ummal fi sunanil aqwal wal afal), এটি হাদিসের সুন্নি সংকলন, গ্রন্থটি প্রণয়ন করেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত হাদিসবেত্তা 'আলি ইবনে আবদুল মালিক আল-হিন্দি (১৪৭২ খ্রিঃ - ১৫৬৭ খ্রিঃ) ।
আলি ইবনে আবদুল মালিক আল-হিন্দির এই গ্রন্থটি ইমাম জালালুদ্দীন সুয়ুতীর জামিউল কাবির গ্রন্থের বিন্যাসে সাজানো ।[১] এতে প্রায় ৪৬,০০০ হাদিস রয়েছে,[২] যা বিভিন্ন নির্ভরযোগ্যতার একটি ভাণ্ডার ।[১] এতে পাওয়া হাদিস বর্ণনার পূর্ণ সূত্র পরম্পরা ছাড়া উদ্ধৃত করা হয়েছে।[২][৩]