কানি কুস্রুতি | |
---|---|
জন্ম | তিরুবনন্তপুরম, কেরল, ভারত |
মাতৃশিক্ষায়তন | স্কুল অব ড্রামা, ত্রিশূর লে-কোল্ আন্তেরনাশিওনাল দ্য থেয়াত্র্ ঝাক্ লেকোক্ |
পেশা | অভিনেত্রী |
কানি কুস্রুতি একজন ভারতীয় অভিনেত্রী। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত কেরল ক্যাফে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি অর্জন করেছিলেন এবং প্রশংসিত হয়েছিলেন।[১][২] তিনি বিরিয়ানি (২০২০) চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছিলেন।[৩] ২০২৪ সালে তিনি স্বাধীন চলচ্চিত্র অল উই ইমাজিন অ্যাজ লাইট–এ অভিনয় করেছিলেন।
কানি কুস্রুতি ভারতের কেরলের তিরুবনন্তপুরমের চেরুভাক্কল নামে একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা জয়শ্রী এ. কে. এবং মৈত্রেয় মৈত্রেয়ন ছিলেন সমাজকর্মী ও যুক্তিবাদী চিন্তাধারার অনুসারী। ভারতের সামাজিক শ্রেণিবিন্যাসের প্রতীক হিসেবে বিবেচিত উপাধি (শেষ নাম) বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। ১৫ বছর বয়সে কানি নিজের জন্য "কুস্রুতি" উপাধি গ্রহণ করেছিলেন, (মালয়ালম ভাষায় যার অর্থ "দুষ্টু"), কারণ দশম শ্রেণির পরীক্ষার আবেদনপত্রে উপাধি উল্লেখ করা বাধ্যতামূলক ছিল। তিনি তিরুবনন্তপুরমে বেড়ে ওঠেছেন এবং সেখানেই অভিনয়া থিয়েটার রিসার্চ সেন্টারে যুক্ত হয়েছিলেন।[৪][৫]
তিনি ২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে ত্রিশূরের স্কুল অব ড্রামা-তে থিয়েটার আর্টস অধ্যয়ন করেছিলেন। এরপর, তিনি লে-কোল্ আন্তেরনাশিওনাল দ্য থেয়াত্র্ ঝাক্ লেকোক্-এ ভর্তি হয়ে সেখানে দুই বছর প্রশিক্ষণ নিয়েছিলেন।[৬]
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | টীকা | সূত্র |
---|---|---|---|---|---|
২০০৩ | অন্যর্ | বাস যাত্রী | মালয়ালম | ||
মনুষ্যপুত্রী | লক্ষ্মী | ||||
২০০৭ | অ্যা ফ্লাওয়ারিং ট্রু | আম্মা | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | ||
২০০৯ | কেরালা ক্যাফে | জেবা | অংশ: আইল্যান্ড এক্সপ্রেস | ||
২০১০ | শিক্কার | নকশাল | |||
ককটেল | এলসা | ||||
২০১১ | উরুমি | সঙ্গীতশিল্পী | |||
সাইলেন্ট ডার্ক আইস | নারী | ইংরেজি | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | ||
২০১২ | কর্মযোগী | পেণ্ জ্যোতিয়াম্মা | মালয়ালম | ||
২০১৩ | ওরু ইন্ডিয়ান প্রণয়কথা | পুলিশ কমিশনার | |||
নর্থ ২৪ কাথম | লাজ্জো | ||||
হোটেল ক্যালিফোর্নিয়া | অতিথি চরিত্র | ||||
নাথোলি ওরু ছেরিয়া মীনল্লা | ফ্ল্যাটের বাসিন্দা | ||||
২০১৪ | মাসালা রিপাবলিক | এ. জি. এস. অফিসার | |||
পিসাসু | রাগান্বিত ব্যক্তির স্ত্রী | তামিল | |||
বার্মা | ক্লারা | ||||
২০১৫ | পাডাক্কাম | পতিতা | মালয়ালম | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | [৭] |
শিবপুরাণম | তামিল | ||||
ঈশ্বরন্ সাক্ষীয়ায়ী | অ্যাডভোকেট ট্রেসা | মালয়ালম | টেলিভিশন ধারাবাহিক | ||
ডলফিন | ভারালক্ষ্মী | ||||
২০১৬ | কালাম | গৃহকর্ত্রী | তামিল | ||
মেমোরিজ অব অ্যা মেশিন | নারী | মালয়ালম | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | [৮][৯][১০][১১] | |
২০১৭ | জি | জি | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | ||
থাডায়াম | জেনি | তামিল | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | ||
টাচ | সেলভি | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | |||
স্পাইডার | সুদালাই/ভৈরবদুর মা | তামিল তেলুগু |
|||
২০১৮ | মা | মা; সত্যা | তামিল | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | |
থিকুচিয়ুম পানিতুল্লিয়ুম | তনুজা | মালয়ালম | |||
দ্য নোশন | পদ্মা আইয়ার | ইংরেজি | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | ||
কাউন্টারফেট কুঙ্কু | স্মিতা সুনীল নিকম | হিন্দি মারাঠি |
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | [১২] | |
২০১৯ | ওলু | মানসী | মালয়ালম | ||
২০২০ | দ্য ডিসক্রিট চার্ম অব দ্য সাবর্ণস | ইংরেজি | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | ||
বিরিয়ানি | খাদিজা | মালয়ালম | [১৩][১৪][১৫] | ||
২০২১ | ট্রাই উইথ ডেসটিনি | অহল্যা | হিন্দি ইংরেজি |
||
১৯৫৬, সেন্ট্রাল ত্রিবাঙ্কুর | কেলার স্ত্রী | মালয়ালম | |||
২০২২ | সুপার শরণ্যা | পথচারী | ক্ষণিক চরিত্রাভিনয় | ||
পাডা | শীজা পি. কে. | ||||
বিচিত্রম | মার্থা | ||||
নিষিদ্ধো | চাভি | ||||
বাঝক্কু | সতী | [১৬] | |||
২০২৩ | কির্ক্কান | ফারসানা রশীদ | [১৭] | ||
২০২৪ | অল উই ইম্যাজিন অ্যাজ লাইট | নার্স প্রভা | [১৮] | ||
গার্লস উইল বি গার্লস | আনিলা | হিন্দি ইংরেজি |
[১৯] | ||
মুরা | মালয়ালম | [২০] | |||
২০২৫ | ওসেপ্পিন্তে ওস্যাথ | ঘোষিত হবে | [২১] |
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | প্ল্যাটফর্ম | সূত্র |
---|---|---|---|---|---|
২০২১ | ওকে কম্পিউটার | মোনালিসা পল | হিন্দি | ডিজনি+ হটস্টার | |
মহারাণী | কাবেরী শ্রীধরন | হিন্দি | সনি লিভ | ||
২০২৪ | কিলার স্যুপ | কীর্তিমা কাদাথনাথন | হিন্দি | নেটফ্লিক্স | [২২] |
পোচার | ডি. এফ. ও. দিনা | মালয়ালম | অ্যামাজন প্রাইম ভিডিও | ||
থালাইমাই সেয়ালাগম | তামিল | জি৫ | |||
নগেন্দ্রন’স হানিমুন | থাঙ্কাম | মালয়ালম | ডিজনি+ হটস্টার | [২৩] |
বছর | চলচ্চিত্র | পুরস্কার | বিভাগ | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৯ | বিরিয়ানি | কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | বিজয়ী | [২৪] |
২০২০ | ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ | শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক – মালয়ালম) | বিজয়ী | [২৫] | |
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | কেন্দ্রীয় চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় – ব্রিকস পুরস্কার | বিজয়ী | [৩] | ||
২০২৪ | পোচার | ২০২৪ এশিয়া কন্টেন্টস পুরস্কার এবং গ্লোবাল ওটিটি পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | মনোনীত | [২৬] |