কান্তা গুপ্তা | |
---|---|
জন্ম | ৮ অক্টোবর ১৯৩৮ |
মৃত্যু | মার্চ ২৭, ২০১৬ |
মাতৃশিক্ষায়তন | আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয় |
পুরস্কার | ক্রেইজার-নেলসন পুরস্কার |
চন্দের কান্তা গুপ্তা(এফআরসিএস) (৮ অক্টোবর ১৯৩৮ – ২৭ মার্চ ২০১৬)[১][২] ছিলেন মেনিটোবা বিশ্ববিদ্যালয়ের গণিতশাস্ত্রের একজন বিশিষ্ট অধ্যাপক। বিমূর্ত বীজগণিত এবং শ্রেণী তত্ত্বে করা গবেষণার জন্য তাঁকে জানা যায়। [৩] বিভিন্ন শ্রেণীতে থাকা স্বসমাকৃতিকতা(automorphism) তাঁর অধিকাংশ গবেষণায় চর্চার বিষয় ছিল। [৪]
কান্তা গুপ্তা জম্মু এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী গ্রহণ করেন। তারপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী গ্রহণ করেন। এরপর তিনি অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি সেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই ১৯৬৭ সালে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। মাইকেল ফ্রেডেরিক নিউমেনের অধীনে তিনি গবেষণাকার্য সম্পন্ন করেছিলেন।[৪]
কান্তা গুপ্তার জীবনসঙ্গী নারায়ণ গুপ্তাও(১৯৩৬-২০০৮) অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। এবং একইভাবেই মনিটোবা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকের সম্মান লাভ করেছিলেন। [৫]