কান্দাহার বিশ্ববিদ্যালয়

কান্দাহার বিশ্ববিদ্যালয়
Pashto: د کندهار پوهنتون
ধরনপাবলিক
স্থাপিত১৯৯০[]
আচার্যপ্রফেসর হযরত মীর তোতখিল
উপাচার্যঅধ্যাপক শের শাহ রাশাদ
শিক্ষার্থী৫,০০ (৩০০ নারী)[]
অবস্থান, ,
মানচিত্র

কান্দাহার বিশ্ববিদ্যালয় (পশতু: د کندهار پوهنتون; Persian: دانشگاه قندهار) একটি সরকারী তহবিলযুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় টি কান্দাহার, আফগানিস্তান এ অবস্থিত। এটি দক্ষিণ আফগানিস্তানের দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। কান্দাহার বিশ্ববিদ্যালয় (কেইউ) প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। পিপলস ডেমোক্র্যাটিক পার্টি অফ আফগানিস্তান (পিডিপিএ) এর অধীন আফগানিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ নাজিবুল্লাহ বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেছিলেন। তোয়রিলাই ওয়েসা, যিনি ১৩ বছর পর দেশে ফিরে এসেছিলেন, তিনি কান্দাহার প্রদেশের গভর্নর ছিলেন এবং কান্দাহার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন।

কান্দাহার বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান, কৃষি, মেডিসিন, প্রকৌশল এবং শিক্ষা তে গবেষণা করাযায়। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের মধ্যে ৩০০ নারী শিক্ষার্থী সহ ৫০০০ এরও বেশি শিক্ষার্থী রয়েছে।[] বিশ্ববিদ্যালয়টিতে আফগানিস্তানের উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এর অধীনে সরাসরি পরীক্ষার মাধ্যমে প্রতি বছর ২৮০ জন শিক্ষার্থীকে ভর্তি করে থাকে।

ইতিহাস

[সম্পাদনা]

শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা খাতে সরকারের জাতীয় উন্নয়ন নীতির ভিত্তিতে ১৯৯০ সালে কান্দাহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রথমে বিশ্ববিদ্যালয়টিতে শুধুমাত্র কৃষি অনুষদ ছিল। পরবর্তীতে ঔষধ-১৯৯৪, প্রকৌশল-২০০০, শিক্ষা-২০০৩, শরিয়া আইন-২০০৮, অর্থনীতি-২০০৯ ও সাংবাদিকতা অনুষদ ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হেলমান্দ প্রদেশের কান্দাহার বিশ্ববিদ্যালয় শাখায় কৃষি ও শিক্ষা দুটি অনুষদের প্রতিষ্ঠিত রয়েছে। বর্তমানে, কান্দাহার বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০০০ শিক্ষার্থী এবং ১৬২ জন পূর্ণ ও আংশিক সময়ের অধ্যাপক রয়েছে। ১৬২ জন অধ্যাপকের মধ্যে ২৪ জন এমএসসি এবং একজন পিএইচডি রয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে চার অনুষদের (কৃষি, ঔষধ, প্রকৌশল ও শিক্ষা) ১০৩৯ জন প্রাক্তন শিক্ষার্থী রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে রাত্রি কালীন ক্লাস করানো হয়। যে ছাত্ররা সরকারি ও বেসরকারি সংস্থার চাকরির পাশাপাশি শিক্ষানবিশ তারা রাত্রি কালীন করতে পারেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 132 university students graduated[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Kandahar University Goes Solar"। নভেম্বর ৩, ২০১২। ২০১৩-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-০৫