ক্যাফ | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৮২[১] |
সদর দপ্তর | প্রায়া, কাবু ভের্দি |
ফিফা অধিভুক্তি | ১৯৮৬[১] |
ক্যাফ অধিভুক্তি | ২০০০ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | fcf |
কাবু ভের্দীয় ফুটবল ফেডারেশন (পর্তুগিজ: Federação Caboverdiana de Futebol, ইংরেজি: Cape Verdean Football Federation; এছাড়াও সংক্ষেপে সিভিএফএফ নামে পরিচিত) হচ্ছে কাবু ভের্দির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৮ বছর পর ২০০০ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কাবু ভের্দির রাজধানী প্রায়ায় অবস্থিত।
এই সংস্থাটি কাবু ভের্দির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কাবু ভের্দীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, কাবু ভের্দি জাতীয় কাপ, এবং কাবু ভের্দীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[২] বর্তমানে কাবু ভের্দীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মারিও সেমেদো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দান মের্কেল।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | মারিও সেমেদো |
সহ-সভাপতি | ইনাসিও কারভালহো |
রুই মেলো | |
জোয়েল রামোস | |
সাধারণ সম্পাদক | দান মের্কেল |
কোষাধ্যক্ষ | সুজি সোয়ারেস |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | |
প্রযুক্তিগত পরিচালক | পেদ্রো ফিগেইরেদো |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | বুবিস্তা |
জাতীয় দলের কোচ (নারী) | সিলভেরিয়া নেদিও |
রেফারি সমন্বয়কারী | এলিসেউ কারদোসো |