কাম্য পাঞ্জাবি | |
---|---|
জন্ম | [১] | ১৩ আগস্ট ১৯৭৯
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৬-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | রেথ অস্থিভা...এক প্রেম কাহানি বানো মে তেরি দুলহান শক্তি - অস্তিতিভা কে এহসাস কি |
দাম্পত্য সঙ্গী | বান্টি নেগী (বি. ২০০৩; বিচ্ছেদ. ২০১৩) সালাভ দং (বি. ২০২০) |
সন্তান | ২ |
কাম্য পাঞ্জাবী একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিকে সাধারণত নেতিবাচক ভূমিকায় অভিনয় করেন। তিনি বানু মে তেরি দুলহান, মর্যাদা: লেকিন কাব তাক এবং শক্তি - অস্তিত্ব কে এহসাস কি-তে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। তিনি ২০১৩ সালে আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের প্রতিযোগী ছিলেন।[২][৩][৪][৫][৬][৭][৮]