কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সংক্ষেপে সিআইএফএফ, মিশরের কায়রো শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বার্ষিক চলচ্চিত্র উৎসব। এটি কায়রো অপেরা হাউজে অনুষ্ঠিত হয়।[১] ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২০১১ ও ২০১৩ সালে বাজেট-সল্পতা ও রাজনৈতিক অস্থিরতার জন্য বাতিল ব্যতীত প্রতি বছর অনুষ্ঠিত হয়।[২][৩] এটি এফআইএপিএফ কর্তৃক স্বীকৃত আরব বিশ্ব ও আফ্রিকার একমাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।[৪][৫]
- শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সোনালি পিরামিড পুরস্কার
- শ্রেষ্ঠ পরিচালকের জন্য রৌপ্য পিরামিড পুরস্কার
- শ্রেষ্ঠ নবীন পরিচালকের জন্য ব্রোঞ্জ পিরামিড পুরস্কার
- শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য নাগিব মাহফুজ পুরস্কার
- আজীবন সম্মাননা হিসেবে ফাতেন হামামা পুরস্কার
- ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেস্কি) পুরস্কার
- হরাইজন অব আরব সিনেমা প্রতিযোগিতা - ইজিপশিয়ান ফিল্মমেকার্স সিন্ডেকেট (ইএফএমএস) কর্তৃক প্রদত্ত পুরস্কার
- শ্রেষ্ঠ আরবীয় চলচ্চিত্রের জন্য সাদ এলদিন ওয়াহবা পুরস্কার
- শ্রেষ্ঠ আরবীয় সৃজনশীল অবদানের জন্য সালাহ আবু সেইফ পুরস্কার
- আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ প্রতিযোগিতা - ইজিপশিয়ান ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন (ইএফসিএ) কর্তৃক প্রদত্ত পুরস্কার
- শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য সাদী আবদেল সালাম পুরস্কার (পরিচালককে প্রদান করা হয়)
- শ্রেষ্ঠ সৃজনশীল অবদানের জন্য ফাতি ফারাগ পুরস্কার
- আগামীর চলচ্চিত্র, আন্তর্জাতিক প্রতিযোগিতা - স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার
- শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ইউসেফ শাহিন পুরস্কার
- বিশেষ জুরি পুরস্কার
- বিশেষ জুরি পুরস্কার
- ইউসেফ শেরিফ রিজকাল্লাহ পুরস্কার (দর্শক পুরস্কার): ২০,০০০ মার্কিন ডলার (চলচ্চিত্রের প্রযোজক ও মিশরে পরিবেশক কোম্পানিকে যৌথভাবে প্রদান করা হয়)।
- শ্রেষ্ঠ আরব চলচ্চিত্র পুরস্কার: ১৫,০০০ মার্কিন ডলার (চলচ্চিত্রের প্রযোজককে প্রদান করা হয়)।
আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন
[সম্পাদনা]
- ফিপরেস্কি পুরস্কার - আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চলচ্চিত্রকে একজন সভাপতি ও দুইজন সদস্য সংবলিত জুরি এই সিদ্ধান্তের ভিত্তিতে প্রদান করা হয়।
টেমপ্লেট:কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
|
---|
প্রতিযোগিতামূলক | |
---|
প্রতিযোগিতামূলক বিশেষায়িত | |
---|
অ-প্রতিযোগিতামূলক | |
---|
প্রামাণ্যচিত্র/ স্বল্পদৈর্ঘ্য | |
---|
পূর্বে স্বীকৃত | |
---|