কায়সার قیصار | |
---|---|
দেশ | |
আফগানিস্তানে অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩৫°৩৮′ উত্তর ৬৪°১৭′ পূর্ব / ৩৫.৬৪° উত্তর ৬৪.২৮° পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | ফারিয়ব প্রদেশ |
জেলা | কায়সার |
জনসংখ্যা (২০০৯)[২] | |
• মোট | ১,২২,৩০০ |
কায়সার (কেয়সার) জেলা আফগানিস্তানের ফারিয়ব প্রদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা। ২০০৯ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যার ছিল প্রায় ১২২,৩০০ জন এর মত।[২] যার মধ্যে ৭০% উজবেক (তুর্কি সম্প্রদায়), ১৬% তাজিক, ১০% পশতুন এবং ৪% তুর্কিমান সম্প্রদায়ের লোকজন নিয়ে গঠন করা হয়েছে।[৩] জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে কায়সার (৩৫°৪১′২২″ উত্তর ৬৪°১৭′৪১″ পূর্ব / ৩৫.৬৮৯৪° উত্তর ৬৪.২৯৪৭° পূর্ব, ১২৭৯ মিটার উচ্চতায় অবস্থান করছে) (কাইসার বাজার), কায়সারের বিশাল মরুভূমির প্রান্তে আলমার বাজারে প্রায় একই রকম বৈশিষ্ট্য বিরাজমান। উনিশ শতকের শেষ দিকে এই বাজারটি তার স্বতন্ত্র নাম লাভ করে।
২০১৪ সালের ২৪ এপ্রিল ও ৭ মে ২০১৪ তারিখের ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়ে জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি, রাস্তা নষ্ট এবং কৃষিক্ষেত্রে জমির ধ্বংসপ্রাপ্ত হয়। বন্যা পরবর্তী পরিসংখ্যান অনুযায়ী; ২০ টি পরিবারের ক্ষতিগ্রস্ত হয়, ৭জন মৃত্যুবরণ করে, ৭০ টি প্রাণীর প্রাণহানি হয়, ১০০০ টি বাগান ক্ষতিগ্রস্ত হয় এবং ১০০০ ফলনশীল কৃষি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।[৪]
![]() |
আফগানিস্তানের ফারিয়ব প্রদেশের অবস্থান বিষয়ক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |