কায়া আল্প قایا الپ |
---|
|
রাজত্ব | আনু. ১২০০ – ১২১৪ |
---|
পূর্বসূরি | অজানা |
---|
উত্তরসূরি | সুলেইমান শাহ |
---|
জন্ম | ১১৪০ |
---|
মৃত্যু | ১২১৪ (বয়স ৭৩-৭৪) |
---|
বংশধর | সুলেইমান শাহ |
---|
|
বামসি আল্প বিন (কিজিল বুগা[১] বা বাসুক[২]) বিন বায়তার বিন ইলা বিন কুতলুগ বিন দোয়ান বিন কায়তুন বিন সুঙ্গুর তেকিন বিন বাকি বিন সুনকা বিন ইয়াকি তিমুর বিন বাসাক বিন গোক আল্প[তথ্যসূত্র প্রয়োজন] বিন ওঘুজ বিন খাগান বিন কারা হান |
|
পিতা | কিজিল বুগা[১] বা বাসুক[২] |
---|
ধর্ম | সুন্নি ইসলাম |
---|
কায়া আল্প (উসমানীয় তুর্কি: قایا الپ) ছিলেন
উসমানীয় সামাজ্যের ইতিহাস অনুযায়ী কিজিল বুগা[১] বা বাসুক[২] এর পুত্র এবং সুলেইমান শাহ এর পিতা। তিনি ছিলেন আরতুগ্রুল গাজীর দাদা এবং উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের প্রপিতামহ।[৩] তিনি এরতোকাস বে'র পুত্র কায়া আল্পের উত্তরসূরি নাম হিসাবেও পরিচিত ছিলেন। তিনি তার গোত্রের পূর্বপুরুষের বংশধর ছিলেন, ওঘুজ খানের ছেলে কায়ি ছিলেন[তথ্যসূত্র প্রয়োজন] ওঘুজ তুর্কিদের কিংবদন্তি পূর্বপুরুষ।