কায়েতানো সাপোরিতি

কায়েতানো সাপোরিতি
১৯১৭ সালে কোপা আমেরিকায় উরুগুয়ের জাতীয় দল। সাপোরিটি বাঁ দিক থেকে ৩য় নম্বরে দাঁড়িয়ে
ব্যক্তিগত তথ্য
জন্ম (১৮৮৭-০১-১৪)১৪ জানুয়ারি ১৮৮৭
জন্ম স্থান মোন্তেভিদেও, উরুগুয়ে
মৃত্যু ৩০ নভেম্বর ১৯৫৯(1959-11-30) (বয়স ৭২)
মৃত্যুর স্থান মোন্তেভিদেও, উরুগুয়ে
মাঠে অবস্থান গোলরক্ষক

কায়েতানো সাপোরিতি (স্পেনীয়: Cayetano Saporiti, স্পেনীয় উচ্চারণ: [kˌajetˈano sˌapoɾˈiti]; ১৪ জানুয়ারি ১৮৮৭ – ৩০ নভেম্বর ১৯৫৯) একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় মোন্তেভিদেও ওয়ান্ডারার্স এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।

সাপোরিতি ১৯০৫ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; উরুগুয়ের জার্সি গায়ে ১৯১৯ সাল পর্যন্ত তিনি সর্বমোট ৫৬ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি উরুগুয়ের হয়ে সর্বমোট তিনটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬, ১৯১৭ এবং ১৯১৯) অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ১৯১৬ এবং ১৯১৭ সালে তিনি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

সাপোরিতি কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে উরুগুয়ের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

কায়েতানো সাপোরিতি ১৮৮৭ সালের ১৪ই জানুয়ারি তারিখে উরুগুয়ের মোন্তেভিদেওতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৫৯ সালের ৩০শে নভেম্বর তারিখে, উরুগুয়ের মোন্তেভিদেওতে ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
দল সাল ম্যাচ গোল
উরুগুয়ে ১৯০৫
১৯০৬
১৯০৮
১৯০৯
১৯১০
১৯১১
১৯১২
১৯১৩
১৯১৪
১৯১৫
১৯১৬
১৯১৭
১৯১৮
১৯১৯
সর্বমোট ৫৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 
  2. "Uruguay - Squad" [উরুগুয়ে - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]