কারমাইন | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #960018 |
sRGBB (r, g, b) | (150, 0, 24) |
CMYKH (c, m, y, k) | (0, 75, 42, 1) |
HSV (h, s, v) | (350°, 100%, 59[১]%) |
উৎস | Pourpre.com |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
কারমাইন হলো একটি বর্ণ বা রঙ বিশেষ যা সাম্রাজ্যিক লাল রঙ হিসাবেও পরিচিত। কারমাইন আসলে কিছু গাঢ় লাল রঙের জন্য ব্যবহৃত একটি সাধারণ শব্দ, যে রঙগুলো সামান্য বেগুনি ধাঁচের তবে সাধারণত "ক্রিমসন" নামক বর্ণের চাইতে লাল রঙের অনেকটা কাছাকাছি। নিচে চিত্রিত এরূপ কিছু রুবির রঙ প্রগাঢ় কারমাইন রঙ হিসাবে বর্ণিত হয়ে থাকে।
কারমাইন একটি ইংরেজি শব্দ। ইংরেজি ভাষায় রঙের নাম হিসেবে কারমাইন শব্দটির রেকর্ডকৃত প্রথম ব্যবহার হয় ১৫২৩ সালে।[২]
বুনো তরমুজ | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #FC6C85 |
sRGBB (r, g, b) | (252, 108, 133) |
CMYKH (c, m, y, k) | (0, 57, 42, 1) |
HSV (h, s, v) | (350°, 57%, 99[৩]%) |
উৎস | Crayola |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
ডানপাশে বা উপরে প্রদর্শিত রঙটি হলো বুনো তরমুজ রঙ।
১৯৭২ সালে ক্রেয়লা কর্তৃক তৈরি হওয়া অতি লাল রঙটিই পরবর্তীকালে বুনো তরমুজব নামে পরিচিতি পায় ১৯৯০ সালে।
৩৫০ হিউ কোডবিশিষ্ট এই রঙটি কারমাইনের রঙগুলোর মধ্যে একটি।
এই রঙটিকে ফ্লুরোসেন্ট হিসাবে ধরা হয়েছে, তবে কম্পিউটারের পর্দায় এটিকে প্রদর্শনের কোনও ব্যবস্থা নেই।
সহজাত লাল | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #FF355E |
sRGBB (r, g, b) | (255, 53, 94) |
CMYKH (c, m, y, k) | (0, 79, 63, 0) |
HSV (h, s, v) | (348°, 79%, 100%) |
উৎস | Crayola |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
ডানপাশে বা উপরে প্রদর্শিত ক্রেয়লা ক্রেয়ন রঙটি হলো সহজাত লাল বা র্যাডিকেল লাল।
ক্রেয়লা দ্বারা ১৯৯০ সালে রঙটি সংজ্ঞায়িত হয়।
৩৪৮ হিউ কোডবিশিষ্ট এই রঙটি কারমাইনের রঙগুলোর মধ্যে একটি।
এই রঙটিকে ফ্লুরোসেন্ট হিসাবে ধরা হয়েছে, তবে কম্পিউটারের স্ক্রিনে এটিকে প্রদর্শনের কোনও ব্যবস্থা নেই।
স্বর্গীয় পিঙ্ক | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #E63E62 |
sRGBB (r, g, b) | (230, 62, 98) |
CMYKH (c, m, y, k) | (0, 73, 57, 10) |
HSV (h, s, v) | (347°, 73%, 90[৪]%) |
উৎস | Pantone TPX[৫] |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
ডানপাশে বা উপরে প্রদর্শিত রঙটি হলো স্বর্গীয় পিঙ্ক বা প্যারাডইজ পিঙ্ক।
রঙটির উৎস হলো "প্যান্টোন টেক্সটাইল পেপার এক্সটেন্ডেড (TPX)" রঙয়ের তালিকা, তালিকায় যা #17-1755 TPX—Paradise Pink নামে অন্তর্ভুক্ত রয়েছে।[৬]
৩৫০ হিউ কোডবিশিষ্ট হওয়ায় এই রঙটিও কারমাইনের রঙগুলোর মধ্যে একটি বলে অন্তর্ভুক্ত হয়েছে।
চীনা কারমাইন | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #D70040 |
sRGBB (r, g, b) | (215, 0, 64) |
CMYKH (c, m, y, k) | (0, 100, 70, 16) |
HSV (h, s, v) | (342°, 100%, 84[৭]%) |
উৎস | Maerz and Paul[৮] |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
ডানপাশে বা উপরে প্রদর্শিত রঙটি হলো চীনা কারমাইন যা ইংরেজিতে রিচ কারমাইন (rich carmine) নামে পরিচিত। প্রদর্শিত চীনা কারমাইন রঙের এই আভাটি ১৯৩০ সালে "রঙের অভিধান" বা আ ডিকশোনারি অব কালার (A Dictionary of Color) নামক একটি বইয়ে (নীচে উদ্ধৃত করা হয়েছে) কারমাইন হিসাবে প্রদর্শিত রঙের সাথে সাদৃশ্যপূর্ণ। ইংরেজির আক্ষরিক অনুবাদ হিসেবে বাংলা ভাষায়ও এই রঙটিকে উচ্চ কারমাইন বলা হয়ে থাকে।
স্প্যানিশ কারমাইন | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #D10047 |
sRGBB (r, g, b) | (209, 0, 71) |
CMYKH (c, m, y, k) | (0, 100, 66, 18) |
HSV (h, s, v) | (340°, 100%, 82[৯]%) |
উৎস | Gallego and Sanz[১০] |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
ডানপাশে বা উপরে প্রদর্শিত রঙটি হলো স্প্যানিশ কারমাইন, স্প্যানিশ ভাষায় যা কারমিন নামে পরিচিত।
সচিত্র কারমাইন | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #C30B4E |
sRGBB (r, g, b) | (195, 11, 78) |
CMYKH (c, m, y, k) | (0, 94, 60, 24) |
HSV (h, s, v) | (338°, 94%, 76[১১]%) |
উৎস | Gallego and Sanz[১২] |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
ডানপাশে বা উপরে প্রদর্শিত রঙটি হলো সচিত্র কারমাইন যা স্প্যানিশ ভাষায় কারমিন পিকটোরিকো (Carmín pictórico) এবং ইংরেজি ভাষায় পিকটোরিয়াল কারমাইন নামে পরিচিত।
বিশেষত চিত্র অঙ্কনকাজে এই রঙটি ব্যবহার করা হয়ে থাকে।
জাপানি কারমাইন | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #9D2933 |
sRGBB (r, g, b) | (157, 41, 51) |
CMYKH (c, m, y, k) | (0, 74, 68, 38) |
HSV (h, s, v) | (355°, 74%, 62[১৩]%) |
উৎস | JTC |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
ডানপাশে বা উপরে প্রদর্শিত রঙটি হলো জাপানি কারমাইন।
কারমাইন রঙের এই আভাটি জাপানে এনজি-ইরো (臙脂色), নামে পরিচিত।