ব্যক্তিগত তথ্য | |
---|---|
জাতীয় দল | মার্কিন যুক্তরাষ্ট্র |
জন্ম | ১০ জুলাই ১৯৮৬ |
ক্রীড়া | |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ক্রীড়া | মহিলা হুইলচেয়ার বাস্কেটবল |
বিভাগ | মহিলা হুইলচেয়ার বাস্কেটবল |
সাফল্য ও খেতাব | |
প্যারালিম্পিক ফাইনাল | ২০০৮ গ্রীষ্মের প্যারালিম্পিক |
কারলি হফম্যান (ইংরেজি: Carlee Hoffman; জন্ম: ১০ জুলাই ১৯৮৬) একজন মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।
কারলি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের শহর কাটলারভিলেতে বসবাস করতেন। তিনি পাওয়ার ফরোয়ার্ড পজিশনে খেলতেন। তিনি বহুবার বার তাঁর দেশের হয়ে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্বব করে স্বর্ণ পদক লাভ করেছিলেন, তাঁর মধ্যে আছে ২০০৪ সালের অ্যাথেন্সের গ্রীষ্মের প্যারালিম্পিকে এবং বেইজিংয়ের ২০০৮ গ্রীষ্মের প্যারালিম্পিক।[১] তাঁর দুই পায়ের হাঁটুর নীচ অংশটি ছেদন।