কারা ডেলেভিন | |
---|---|
জন্ম | কারা জোসেলিন ডেলেভিং ১২ আগস্ট ১৯৯২ হ্যামারস্মিথ, লন্ডন, ইংল্যান্ড |
পেশা |
|
কর্মজীবন | ২০০৯–বর্তমান |
আত্মীয় | চার্লস ডেলেভিং (পিতা) পপি ডেলেভিং (বোন) |
মডেলিং তথ্য | |
উচ্চতা | ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)[১][২] |
কারা জোসেলিন ডেলেভিং (/ˈkɑːrə
ডেলেভিন ২০১২ সালে জো রাইটের একটি চলচ্চিত্র অ্যানা কারেনিনা'য় গৌণ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয়-জীবনের সূচনা করেন। তার উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে পেপার টাউনস (২০১৫) চলচ্চিত্রে মার্গো রথ স্পেজেলম্যান, সুইসাইড স্কোয়াড (২০১৬) চলচ্চিত্রে এনচান্ট্রেস, ভ্যালেরিয়ান অ্যান্ড দি সিটি অব আ থাউজেন্ড প্ল্যানেটস (২০১৭) চলচ্চিত্র লরেলিন।
<ref>
ট্যাগ বৈধ নয়; Delevingne (2016)
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Into the Gloss (2013)
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Fashion Model Directory
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি