কারিশমা তান্না (জন্ম ২১ ডিসেম্বর ১৯৮৩)[১][৩][৪] হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, টিভি অভিনেত্রী ও উপস্থাপিকা। কিউঁকি সাস ভি কাভি বহু থি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন তিনি। তিনি ২০১৪ সালে বিগ বস প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন। এছাড়াও, তাকে জারা নাচকে দেখা (২০০৮), নাচ বলিয়ে (২০১৫) ও ঝলক দিখলা জা (২০১৬) এর মত আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানে দেখা গিয়েছে। গ্রান্ড মাস্তি চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটার পর ২০১৮ সালে তার অভিনীত চলচ্চিত্র সঞ্জু মুক্তি পায়।[৫] ২০১৫ সালে বাংলাদেশ
থেকে গুগলে সবচেয়ে বেশিবার খোঁজা ব্যক্তির তালিকায় দশ নম্বরে ছিলেন তিনি।[৬]
কারিশমা তানা কিউঁকি সাস ভি কাভি বহু থি ধারাবাহিকে ইন্দিরা ভিরানি চরিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন।[৭][৮][৯] এরপর তিনি কাহি তো মিলেঙ্গে ধারাবাহিকে অভিনয় করেন।[১০]
২০০৪ সালের ডিসেম্বরে তিনি কই দিল মেঁ হ্যায় ধারাবাহিকে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন।[১১] ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত এক লাড়কি আনজানি সি ধারাবাহিকে খলচরিত্রে অভিনয় করেন।[১২] তিনি ২০০৬ সালে পেয়ার কে দো নাম:এক রাধা এক শ্যাম ধারাবাহিকে অভিনয় করেছিলেন।[১৩][১৪]
২০০৬ সালের জুন থেকে ২০০৭ সালের জুলাই পর্যন্ত তিনি ভিরাসাত ধারাবাহিকে অভিনয় করেন।[১৩]স্টার ওয়ান চ্যানেলে প্রচারিত এই ধারাবাহিকে তিনি নাতাশা চরিত্রে অভিনয় করেন।[১৫] ২০০৮ সালে তিনি জারা নাচকে দেখা য় অংশগ্রহণ করেন।
২০০৬ সালের সেপ্টেম্বরে পারফেক্ট ওয়েডিং মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চে অভিষেক ঘটে তার।[১৩][১৬] ২০০৭ সালে হাস্যরসাত্মক টিভি ধারাবাহিক কমেডি সার্কাস এ অংশগ্রহণ করেছিলেন তিনি।[১৭] ২০১০ সালের ফেব্রুয়ারিতে তাকে দেখা গিয়েছিল কমেডি সার্কাস মহাসঙ্গম এ।[১৮]
২০১০ সালে জাদুভিত্তিক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ইন্ডিয়াস ম্যাজিক স্টার উপস্থাপনা করেছিলেন তিনি।[১৯][২০] ২০১২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি শিশুদের টিভি ধারাবাহিল বলবীর এ রানী পরি চরিত্রে অভিনয় করেছিলেন।[২১]
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি কারিশমা তান্না আয়ুষ্মান খুরানা ও আদিত্য নারায়ণের সাথে সপ্তম মির্চি সঙ্গীত পুরস্কার উপস্থাপনা করেছিলেন।[২২]বিগ বস ৮ এ অংশ নিয়েছিলেন ও প্রথম রানার আপ হিসেবে ঘোষিত হয়েছিলেন।[২৩][২৪][২৫][২৬][২৭] ২০১৫ সালে তিনি নাচ বলিয়ে প্রতিযোগিতায় উপেন প্যাটেলের সাথে অংশ নিয়েছিলেন।[২৮] ২০১৫ সালের নভেম্বরে তিনি অমিতাভ বচ্চন কর্তৃক উপস্থাপিত স্টার প্লাসের টক শো আজ কি রাত হ্যায় জিন্দেগি তে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন।
২০১৬ সালে তাকে ফিয়ার ফ্যাক্টর:খতরোঁ কে খিলাড়ি ৭ এ অতিথি ভূমিকায় দেখা গিয়েছিল।[২৯] সে বছর তাকে কালারস টিভির কমেডি নাইটস বাঁচাও অনুষ্ঠানে দেখা গিয়েছিল।[৩০][৩১] ২০১৬ সালে তিনি ঝলক দিখলা জা ৯ এ অংশগ্রহণ করেছিলেন।[৩২][৩৩] এছাড়াও, তিনি নাগার্জুনা–এক যোদ্ধা ধারাবাহিকে অভিনয় করেছিলেন।[৩৪] ২০১৭ সালে তিনি বিগ মেমসাব আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানে বিচারক হিসেবে অংশ নিয়েছিলেন। এছাড়া, তিনি রসুই কি জং মাম্মিওঁ কা সাং এ অংশগ্রহণ করেছিলেন।
২০১৮ সালে কালারস টিভিতে তার অভিনীত নাগিন ৩ সম্প্রচারিত হয়। এছাড়াও, তার অভিনীত কেয়ামত কি রাত ধারাবাহিক সম্প্রচারিত হয়েছিল ২০১৮ সালে। ২০১৮ সালে তাকে হাস্যরসাত্মক ধারাবাহিক কানপুর ওয়ালে খুরানাস এও দেখা গিয়েছিল। ২০১৯ সালে তিনি কিচেন চ্যাম্পিয়ন আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।
দোস্তি:ফ্রেন্ডস ফরেভার চলচ্চিত্রে নন্দিনী থাপার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন। এরপর তার অভিনীত কন্নড় ভাষার চলচ্চিত্র আই অ্যাম সরি মাথে বান্নি প্রিসোথা মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছিলেন।[৩৫]
২০১৩ সালে তার অভিনীত চলচ্চিত্র গ্রান্ড মাস্তি মুক্তি পায়, যেটি ছিল মাস্তি (২০০৪) এর সিকুয়েল।[৩৬] ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র গলু অউর পাপ্পু।[৩৭] ২০১৮ সালে তার অভিনীত চলচ্চিত্র সঞ্জু মুক্তি পায়।[৫][৩৮] তার অভিনীত চলচ্চিত্র টিনা অ্যান্ড লোলো মুক্তির প্রতীক্ষায় আছে।[৩৯][৪০]
কারিশমা তান্না স্টেফ্রি, লাইফবয় ও নির্মার বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন।[৪১]
↑"Sony to debut Balaji's next 'Kkoi Dil Mein Hai'"। indiantelevision.org.in। MUMBAI: Indian Television Dot Com Pvt Ltd। ২৯ নভেম্বর ২০০৩। ১৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৪।
↑Rodrigues, Collin (২৯ সেপ্টেম্বর ২০১১)। "Karishma Tanna to be in a bold video"। Hindustan Times। ২ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।