কার্ট এঙ্গেল | |
---|---|
জন্ম নাম | কার্ট এঙ্গেল |
জন্ম | এম.টি. লেবানন, মার্কিন যুক্তরাষ্ট্র | ডিসেম্বর ৯, ১৯৬৮
বাসস্থান | মার্কিন যুক্তরাষ্ট্র |
দাম্পত্য সঙ্গী | কেরেন স্মেডলি (বি. ১৯৯৮; বিচ্ছেদ. ২০০৮) গিয়েভানা ইয়েনতি (বি. ২০১২) |
সন্তান | ৫ |
ওয়েবসাইট | http://www.kurtanglebrand.com |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | কার্ট এঙ্গেল দ্য কনকিসটোডার |
কথিত উচ্চতা | ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার) |
কথিত ওজন | ২৩৭ পাউন্ড |
প্রশিক্ষক | ডরি ফাংক জুনিয়র ট্রম পিচার্ড |
অভিষেক | ২০ আগস্ট ১৯৯৮ |
পদকের তথ্য
|
---|
কার্ট স্টিভেন এঙ্গেল (জন্ম ডিসেম্বর ৯, ১৯৬৮) সাবেক আমেরিকার পেশাদার কুস্তিগির, অভিনেতা সাবেক অ্যামেচার কুস্তিগির। বর্তমানে সে ডাব্লিউডাব্লিউইর সাথে চুক্তিবদ্ধ রয়েছে যেখানে সে র ব্র্যান্ডের অনস্ক্রিন জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করছে।[১] তিনি ফ্রিস্টাইল রেসলিং এ ১৯৯৫ ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ এ গোল্ড মেডেল জয় করেন। এরপর ফ্রিস্টাইল রেসলিং এ ১৯৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিক এ গোল্ড মেডেল অর্জন করেন। সে ওই চার জনের মধ্যে একজন যারা অ্যামেচার রেসলিং এ গ্র্যান্ডস্ল্যাম জিতেছে (জুনিয়র ন্যাশনালস, এনসিএএ, ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক)। ২০১৬ সালে তাকে আন্তর্জাতিক ক্রীড়ার হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয় তার অ্যামেচার রেসলিং অর্জনের জন্য।
কার্ট আগস্ট ১৯৯৮ সালে পেশাদারি কুস্তিতে নাম লেখান। তিনি ডাব্লিউডাব্লিউএফ/ই তে ২১ বার চ্যাম্পিয়ন খেতাব জিতেছেন।
এঙ্গেল পিটসবার্গ শহরের পেন্সিলভেনিয়ায় জ্যাকি এবং ডেবিড এঙ্গেল এর ঘরে জন্মগ্রহণ করেন।[২] তিনি ১৯৯৩ সালে ক্ল্যারিয়ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পূর্ণ করেন।[৩] এঙ্গেল এর চার বড় ভাই এবং এক বোন রয়েছে।[৪] তার বাবা একজন ক্রেন অপারেটর ছিলেন।[৫] এঙ্গেল এর যখন ১৬ বছর বয়স,তখন তিনি এক কন্সট্রাকশন দূর্ঘটনায় মারা যান। এঙ্গেল তার জীবনী বই তার পিতাকে উৎসর্গ করেছেন।[৬] এঙ্গেল এর মা লম্বা সময় ক্যান্সার এর সাথে যুদ্ধ করে ২০১৫ সালে মারা যান।[৭]